পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হুসেন সাহ । ©8ፃ প্রথম ও দ্বিতীয় প্রকার মুদ্রায় পারস্তভাষায় যাহা লিখিত আছে, তাহার বঙ্গানুবাদ এই :-- প্রথম পৃষ্ঠ—“রাজা, রাজতনয়, পৃথিবীর মধ্যে বিশ্বাসবান্‌ এবং ধৰ্ম্মভীরু আবুল, মুজঃফর,”— অপর পৃষ্ঠ—“নসরৎসা, রাজা, হোসেনীবংশীয় রাজা হলেন সারে পুত্র। জগদীশ্বর তাহাকে এবং তাছার রাজ্য রক্ষা করুন। খালিফতাবাদ, ৯২২ ” তৃতীয় প্রকার মুদ্রায়ও ঐরূপ আছে। প্রথম পৃষ্ঠ—“রাজ, রাজতনয়, পৃথিবীর মধ্যে বিশ্বাসবা ও ধৰ্ম্মভক্ত আবুল মুজাফর মামুদ, খালিফতাবাদ, F 82°– অপর পৃষ্ঠ—“সাহ, রাজা, সুলতান হুসেন সাহের পুত্র, জগদীশ্বর তাহাকে, র্তাহার রাজ্য ও রাজত্ব রক্ষা করুন।” এই মুদ্র হইতে জানা যায় যে খালিফাতাবাদ অঞ্চলের সহিত হুসেন ও তদ্বংশীয়দিগের কিছু ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল। আবার মাতুলালয়ের মত ঘনিষ্ঠ সম্পর্ক কাহারও সহিত হয় না। নসরৎসাহ পিতার মৃত্যুর পূৰ্ব্বে কেন সমস্ত দেশ ছাড়িয়া এ প্রদেশে আসিয়া থাকিতেন, তাহাও ইহা হইতে অনুমান করা যায়। স্থানীয় লোকে চাঁদপুরের সন্নিকটবর্তী আলাইপুর, খোজাডাঙ্গা, সামন্তসোণ, কাজিদিয়া, হোসেনপুর, ইউসফপুর প্রভৃতি গ্রামের সহিত হুসেনের সম্বন্ধ স্থাপন করিয়া থাকে। * তাহার সৈম্ভেরা যেখানে শিবিরবদ্ধ ছিল, তাহাই কাজিদিয়া ; কাজিদিয়া শব্দের ঐক্লপ অর্থও আছে। । হুসেনের কোন আত্মীয়ের বাড়ী ছিল বলিয়া একটি গ্রামের হোসেনপুর নাম হয়। পূৰ্ব্বোক্ত সমস্ত কথাগুলি একত্র পর্য্যালোচনা করিলে হুসেন সাহের সহিত চাদপুরের ইতিহাস বিজড়িত রহিয়াছে, তাহাতে সন্দেহ থাকে না। চাঁদপুর চইতে হুসেন পরে গৌড়ের রাজসরকারে প্রবেশ করিয়াছিলেন। কিন্তু তিনি হঠাৎ যে উজীর হইয়া বসিয়াছিলেন তাহা নহে। তাহার সম্বন্ধে আর একটি গল্প প্রচলিত আছে। মুর্শিদাবাদ জেলায় জঙ্গী সব ডিভিসনের মধ্যে এক আন৷ • সামন্তসোণায় ৪ বিঘা জমিতে ছলেনের এক গড় ছিল। বর্ধমান মৃগী খয়রাতুল্য। সর্দারের প্রপিতামহ সমস্ সর্দার ঐ গড়ে স্বাস করতেন, শুনা যায়। + "সহি ই-কারবোল” পুস্তক স্রষ্টব্য।