পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিদাস । రిసి) গ্রন্থেই আমরা পাই, হরিদাস ১৩৭২শকে বা ১৪৪ খৃষ্টাৰে জন্মগ্রহণ করেন। * আমরা দেখিয়াছি এ সময়ে খ জাহানআলি পূর্ণ প্রতাপে খালিফতাবাদে বা বাগেরহাটে শাসনদণ্ড পরিচালনা করিতেছেন। তাহার প্রধান কৰ্ম্মচারী মহম্মদ তাহের বা পীরআলি বহুসংখ্যক হিন্দুকে মুসলমান ধৰ্ম্মে প্রবর্তিত করিতেছিলেন। সেই ধৰ্ম্ম পরিবর্তনের তরঙ্গ পূর্ণ ভাবে সাতক্ষীরা অঞ্চলে আসিয়াছিল, তাহারও বিশেষ আভাস দিয়াছি। + সম্ভবতঃ হরিদাসের জন্মের ২৩ বৎসর পর তাহার পিতা মুসলমান ধৰ্ম্ম গ্রহণ করিতে বাধ্য হন । হরিদাস নিজে মুখোপাধ্যায় বংশের দৌহিত্র ছিলেন, এরূপ প্রবাদও প্রচলিত আছে। পিতার মুসলমান ধৰ্ম্ম গ্রহণের পর কয়েক বৎসর মধ্যেই হরিদাস পিতামাত। হারাইয়৷ নিরাশ্রয় হইয়াছিলেন। এসময়ে কলাগাছি প্রভৃতি স্থানের যাবতীয় হিন্দুই মুসলমান হইয়া গিয়াছেন । এই নিরাশ্রয় অবস্থায় হরিদাস কলাগাছির অপর পারে অবস্থিত হাকিমপুরে গিয়া তথাকার কাজিদিগের আশ্রয় লন। এই কাজিরাও পীরালি মুসলমান। সুতরাং দেখা যাইতেছে, হরিদাস হিন্দু পিতামাতার ঘরে জন্মগ্রহণ করিয়াছিলেন ; পিতামাতা মুসলমান ধৰ্ম্ম পরিগ্রহ করিতে বাধ্য হইলে, র্তাহাকেও মুসলমান হইতে হর এবং পিতামাতার আকস্মিক মৃত্যুর পর মুসলমানগৃহে আশ্রয় লন। তজ্জন্ত সাধারণ লোকে তাহাকে মুসলমান বলিয়াই জানিত । প্রচলিত সৰ্ব্বজাতীয় প্রবাদই হরিদাসের উৎপত্তি সম্বন্ধীয় এই মতেরই পোষকতা করে ; অন্ত প্রমাণ অভাবে আমরা ইহাই গ্ৰহণ করিলাম। এখন দুই একটি প্রশ্ন উত্থাপিত হইতে পারে । হরিদাস বহুস্থলে হীনকুলজাত বলিয়া বর্ণিত হইয়াছেন। এসম্বন্ধ বলা যায় যে তিনি সোণাই নদীর তীরে যে সকল নিম্নশ্রেণীস্থ হিন্দু পূৰ্ব্বে বাস করিত, তাহদের কাছারও ঘরে জন্মগ্রহণ করিয়াছিলেন ; হয়ত তাহার. উচ্চপ্রকৃতি দেখিয়া ব্রাহ্মণ বংশের সহিত র্তাহার সম্বন্ধ ছিল এরূপ মত প্রচলিত হইয়াছে, তিনি শিশুকালে এক জোলার স্ত্রী কর্তৃক প্রতিপালিত হইয়াছিলেন, এরূপ গল্পও আছে। ঃ সুতরাং পরবৰ্ত্তিকালে

  • “जब्रांश* *ठ दिनसंखि लकविाङ, बकके हरेणी बक्री बूझ्न भारद्रष्ठ ।”
  • 。 जtवठधकांश ।

- s< . ۹ - ۰ و سه هه +

दक्न श्रेन्ज किऋण इच्छाि श्ड रे च्याङ्ग बीमाला जत्र शंक्रान गन्तष्क अन्त्रक

8&