পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭৪ যশোহর-খুলনার ইতিহাস । নিম্নে রামচন্দ্র সপরিবারে প্রবেশ করিয়া আর উঠেন নাই। লোকে মনে করে, সে স্থান খনন করিলে অপরিমিত ধনরত্ন পাওয়া যায় ; আমরা মনে করি ধনরত্ন পাওয়া যাউক বা না যাউক কিছু ঐতিহাসিক তথ্যের উদ্ধার হয়, তাহাতে সন্দেহ নাই। এই গল্পট কোন উপন্যাস-লেখকের সরস উপাদান হইতে পারে বটে, কিন্তু আমরা উহাতে বিশ্বাস স্থাপন করিতে পারি না। তাহার কারণ আছে। চৈতন্ত চরিতামৃতকারের বর্ণনায় অবিশ্বাস করিবার কিছু নাই। রামচন্দ্র সপরিবারে বন্দী হইয়া গৌড়ে নীত হইয়াছিলেন । হয়ত তিনি সেখানে হুসেনের সহিত সম্বন্ধস্থত্রের পরিচয় দিয়া নিষ্কৃতিলাভ করেন। র্তাহার মৃত্যুর পর তাহার পুত্ৰগণ রাজসরকারে সম্মানিত হইয়াছিলেন। নবাবিষ্কৃত দুইখানি হস্তলিখিত পুথি হইতে এ বিষয়ে কিছু নুতন তথ্য পাওয়া গিয়াছে। রামচন্দ্রের দুইটি পুত্র ছিলেন ; জ্যেষ্ঠ কৃষ্ণানন্দ এবং কনিষ্ঠ ভুবনানন্দ। ভুবনানন্দের উপাধি ছিল কবিকণ্ঠভিরণ। তিনি অসাধারণ পণ্ডিত ছিলেন এবং “বিশ্বপ্রদীপ” নামে এক বিরাট আভিধানিক গ্রন্থ রচনা করেন। উহাতে অষ্টাদশ বিদ্যার যাবতীয় তত্ত্ব সংগৃহীত হইয়াছিল। বহু রশ্মি বা আলোকের সমবায়ে যেমন প্রদীপ হয়, বিশ্বপ্রদীপেরও বিভিন্ন ভাগে তেমনি আলোক, অংশু প্রভৃতি বিভিন্ন অধ্যায় ছিল। অধ্যায়ের শেষে যে সব ভণিতা ছিল, তাহার একটি এই – যং কণ্ঠাভরণং কবীন্দ্রসদসাং শ্রীরাম-থানাপর খ্যাতেঃ শান্তিধরাদস্থত ভুবনানন্দং মুতং জীবনী। বিদ্যাষ্টদশকেন তদ্ধিরচিতে বিশ্বপ্রদীপে ফুটং সংপ্রাপাঙ্গশিখাস্তরে পরিণতিং শিক্ষাখ্যমালোকনম্। • অর্থাৎ যে শাস্তিধরের উপাধি ছিল শ্রীরামখান, র্তাহার ঔরসে ও জীবনী দেবীর গর্ভে কবীন্দ্রসমাজে বরণীয় ভুবনানন্দ কবিকণ্ঠাভরণ জন্মগ্রহণ করেন এবং --پسےسبس۔

  • India Office Catalogue of Sanskrit manuscripts No. 1781, pp 1082-3 সেখানে বিশ্বপ্রদীপ সম্বন্ধে এইরূপ বিবরণী আছে : "vishyapradipa', a cyclopedia, of (chiefly astronomical ) knowledge by Bhubanananda son of Santidhar Rambala (or Ram khan ) and Jibani and younger brother of Krishnananda.” -