পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুকুট রায়। θy'ά বশেষ ও জলাশয় রহিয়াছে। জলাশয়ের মধ্যে ঢোলসমূদ্র সর্বপ্রধান,উহ ৫২ বিঘা জমি অধিকার করিয়া রহিয়াছে। ইহা ব্যতীত মিঠাপুকুর, নাটপুকুর নামে আরও কতকগুলি পুকুর এখনও বর্তমান আছে। ঝিনাইদহের পূর্ব ধারে বিজয়পুরে এই রাজার রাজধানী ছিল ; * উহার দক্ষিণে পশ্চিমে বাড়ীবাথান নামক স্থানে তাহার প্রকাও গো-শাল ছিল। তাহার খুব অধিকসংখ্যক গাভী ছিল বলিয়৷ লোকে তাহাকে 'বৃন্দাবনের নদ মহারাজ বলিত। “বেড়বাড়ী” নামক স্থানে তাহার উদ্যান ছিল। যেখানে তাহার কোড়াদার সৈন্তেরা বাস করিত, তাহার নাম কোড়াপাড়া। এ সবগুলি স্থান এখনও বর্তমান আছে। মুকুট রায়ের রাজবাটীর কিছু নাই, তবে ঢোলসমুদ্রের দক্ষিণে দুই চারিটি ক্ষুদ্র’ ক্ষুদ্ৰ ইষ্টকস্তুপ প্রবাদের সাহায্যে কিছু নিদর্শন রক্ষা করিয়াছে। রায় মুকুট নিজে নিষ্ঠাবান ব্রাহ্মণ, এবং গো-ব্রাহ্মণে ভক্তিমান ছিলেন। কথিত আছে গয়েশকাজি নামক এক ব্যক্তি র্তাহার একটি গোঁহত্যা করে বলিয়া, তিনি উক্ত কাজিকে নিহত করেন। সেই কথা বঙ্গেশ্বরের নিকট পৌছিলে, তাহাকে বাধিয়া লইবার জন্য অসংখ্য সৈন্ত প্রেরিত হয়। শৈলকুপার সন্নিকটবর্তী বাঘুটিয়ানিবাসী কায়স্থবংশীয় রঘুপতি ঘোষ রায় মুকুটের প্রধান সেনাপতি ছিলেন, র্তাহার অধীনে আর দুইজন অসীম বলশালী বীর ছিলেন, তাহদের নাম চওঁী ও কেশব । ইহার চণ্ডী সর্দার ও কেশব সর্দার নামে পরিচিত ছিলেন বলিয়া লোকে মনে করিত ইহায়া চণ্ডালবংশীয় । কিন্তু চওঁীসম্বন্ধে এরূপও শুনা যায় যে, তাহার সহিত রঘুপতির অত্যন্ত প্রণয় ছিল, রঘুপতি চণ্ডীকে বৈবাহিক সম্বোধন করিতেন ; সম্ভবতঃ চওঁীও কায়স্থ ছিলেন। প্রবাদ আছে রায় মুকুটের আর এক দল পাঠান সৈন্ত ছিল, তাহার অধ্যক্ষ ছিলেন গয়েশ-উদ্দীন। বাড়ীবাথানের সন্নিকটে গয়েশপুর নামক একটি স্থান আছে ; উহার উৎপত্তি গয়েশকাজি হইতে হইয়াছিল, কিংবা লোকের মুখে যেমন শুনিতে পাওয়া যায়, ঐ স্থানে সেনাপতি গয়েশউদ্দীনের শিবির ছিল, তাহ নিঃসন্দেহরূপে বলিবার উপায় নাই। যাহা হউক, নবাব সৈম্ভের আগমন সংবাদে রায় মুকুট স্বীয় পরিবারবর্গ • কেহ কেহ বলেন বিজয়পুরে রাজার জাম্বীর স্বজন থাকতেন, राज्ञैशंशप्नई उहाज छर्शनि झ्णि । वाचविक ७हे बांढ़ौबाषाप्नद्र अब्रिकोरे उशिज थडीछ। कौउिंश्छिणि tशथिल 3