পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8৯৬ যশোহর-খুলনার ইতিহাস । লইলেন। আবার যুদ্ধ বাধিল । এবারও দক্ষিণরায় পরাজিত হইলেন। তখন তিনি গিয়া বনবিবির আনুগত্য স্বীকার করিলেন, তাহার সঙ্গে আর একজন গিয়াছিলেন, তাহার নাম বরখান্‌ গাজী, তিনি সেকেন্দর সাহের পুত্র। উভয়ে বনবিবিকে সেলাম করিয়া দেশে ফিরিলেন--আর দেশে ফিরিল দু’থে । বনবিবির কৃপায় তাহার মাতার অন্ধত্ব ও বধিরত্ব ঘুচিল, দুঃখের অতুল সম্পদ ও চৌধুরী খেতাব হইল। দুখে ধনাইএর কন্যা চাম্পাকে বিবাহ করিল। বনবিবির পূজা প্রচার হইল। বনবিবি মনুষ্য হইয়াই যখন দেবতা হইয়া গেলেন, তাহার অনুগত বীর দক্ষিণরায় কেন দেবতা হইবেন না ? চিরজীবন ব্যাঘ্ৰাদি হিংস্র জন্তু শিকার করিয়া যিনি বনবিভাগে বসতির পন্থা খুলিয়া দিয়াছিলেন, সমস্ত সুন্দরবন রাজ্য যাহার শাসনপ্রতাপে থরহরি কম্পবান ছিল, মৃত্যুর কিছুকাল পর হইতে তিনি ব্যান্ত্রের দেবতারূপে পূজিত হইলেন। কোথায়ও তাহার মস্তকটি পূজা হয়, কোথায়ও বাঘের উপর আসীন গুম্ফ শোভিত ভয়ঙ্কর মূৰ্ত্তির পূজা হয়। “কাটা মুণ্ড “বারা” পূজা সেই হ’তে ক’রে কোন খানে দিব্য মূৰ্ত্তি বাঘের উপরে।” • তিনি ব্যাঘ্রভীতি নিবারক দেবতা । এই জন্ত সুন্দরবনের পাশ্ববর্তী জেলাসমূহে, বিশেষতঃ ২৪ পরগণার বারুইপুর অঞ্চলে ও আবাদী মহলে এই দেবতার পূজা হয়। ধবধবে গ্রামে এই দেবতার এক মন্দির ও তন্মধ্যে র্তাহার মুকুট ও যোদ্ধৃবেশধারী এক প্রতিমা আছে। গণেশ মন্ত্রে ও গণেশের ধ্যানো ল্লেখ করিয়া এই দেবতার পূজা হয়। পূৰ্ব্বে দেখিয়াছি গাজী সাহেব বনবিবির বগুতা স্বীকার করিলেন। তদনন্তর তিনি পূৰ্ব্ববঙ্গে ফিরিয়া যান। শ্ৰীহট্টে র্তাহার মৃত্যু হয়। শ্রীহট্টের অন্তর্গত হবিগঞ্জ উপবিভাগের দক্ষিণ-পূৰ্ব্বসীমান্তে বিষগাও নামক স্থানে গাজী সাহেবের সমাধি আছে। ঐ স্থানের নাম পরে গাজীপুর হইয়াছিল। { যশোহর খুলনা অঞ্চলে গাজীর পূজা হয়, হিন্দু মুসলমানে গাজীর সির্ণ দেয়,

  • সাহিত্য-পরিষৎ পত্রিক, ৩য় ভাগ, ২৪৪ পৃঃ ।

+ Eastern Bengal Notes and Queries by H. E. Stapleton, Dacca Review, vol III. p. 15i.