পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণরায় ও গাজী । \లిసిఫి সেবা নিৰ্ব্বাহ জন্য ১৫০০ বিঘা জমি নিষ্কর দিয়াছিলেন। ১২ই ফাল্গুন তারিখে গোরাই গাজীর মৃত্যু হয়। তদবধি প্রতি বৎসর ঐ তারিখে হাড়োয়ায় এক প্রকাও মেলা বসে এবং মাসের শেষ পর্য্যন্ত থাকে। মেলায় ২৫/৩০ হাজার লোক সমবেত হয়। উহাতে চাউলের ক্রয় বিক্রয়ই খুব বেশী হয়। গোরাচাদ এক্ষণে হিন্দু মুসলমান উভয়ের আরাধ্য দেবতা। ফকিরেরা এখনও কলিকাতার রাস্তায় বা অন্য স্থানে সন্ধ্যাকালে প্রদীপ জালাইয়া “পীর গোরাচাঁদ মুস্কিল আসান” বলিয়া গান করিয়া ভিক্ষা করিয়া থাকে । গীর গোরাচাঁদ ব্যতীত আরও কয়েকজন গাজী ফকিরের নাম বিখ্যাত হইয়াছে। বারাসতের একদিল সাহ, বাসড়ার মোবারক গাজী, এবং সোণার পুরের সন্নিকটে ঘুটিয়ারি সরিফ। মোবারক বা মোবর গাজী স্কন্ধর বনের একাংশের ব্যাঘ্রতীতি নিবারণ করিয়া, সে প্রদেশের সকলের পূজনীয় হইয়াছেন। মোবর গাজীর দরগা নাই এমন গ্রাম পাওয়া দুষ্কর। সোণারপুর হইতে ক্যানিং যাইতে ঘুটিয়ারী সরিফ বলিয়া একটি ষ্টেশন আছে। ঐ স্থানে ষ্টেশনের সন্নিকটে সরিফ সাহেবের প্রকাও দরগাও মসজিদ রহিয়াছে। প্রতিবৎসর অম্বুবাচীর দিন সেখানে অসংখ্য লোকের সমাগম হয়। রেলওয়ে কোম্পানীকে স্পেশাল টেণের বন্দোবস্ত করিতে হয়। o মোটের উপর আমরা দেখিলাম, এই গাজীসম্প্রদায় সকলেই হাতিয়াগড় অঞ্চল হইতে আরম্ভ করিয়া ক্রমে যশোহরথুলনার ভিতর প্রবেশ করিয়া ধৰ্ম্ম প্রচার করিয়াছেন। ইসলাম ধৰ্ম্মস্রোতের গতি দক্ষিণপশ্চিম কোণ হইতে ক্রমে উত্তরপূর্ব দিকে প্রবাহিত হইয়াছে। =صحیح=e-سمتیہے • Gं श्रूशणमनि নৃপতি জানাউশন সেনা কি না দি ত: `बूड নকৰে মুখোপাধ্যায় মহাশয় উছাৰ হলন गांश् पब्रिा ज३ब्रl.cरांछन भंडांचौत्र बराडcन মৃত্যু তাধি নির্ণয় করিছেন। 1 statistical Accounts Vol. i. p. 120,