পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যিনি বিজ্ঞান-চর্চায় ও পাণ্ডিত্য-গৌরবে সমগ্র সভ্যজগতে যশোভূষিত श्ञांदहन ; যিনি বিদ্যোৎসাহিতায় ও দান-শোঁণ্ডিকতায় বঙ্গদেশে দ্বিতীয় দয়ার সাগর বিদ্যাসাগর বলিয়া বরণীয় হইয়াছেন ; র্যাহার বালস্থলভ সরল প্রকৃতি, বীরোচিত মনস্বিতা দরিদ্রতুল্য সামান্ত জীবিক এবং ঋষিতুল্য উচ্চ চিন্তা ভারতের প্রাচীন উচ্চ আদর্শের জীবন্ত দৃষ্টান্তস্থল হইয়াছে, সেই চিরকুমার, তাপমব্রত, স্বজাতিকুলতিলক যশোহর-খুলনার আকৃত্রিম বন্ধু ও খুলনার অধিবাসী শ্ৰীযুক্ত প্রফুল্লচন্দ্র রায় D. Sc, Ph. D., C. H. E. F. C. S. মহোদয়ের স্ত্রকরকমলে, র্তাহারই যত্নে, অর্থে, চেষ্টায় ও উৎসাহে কল্পিত, সংগৃহীত ও রচিত যশোহর-খুলনার ইতিহাস সাদরে ভক্তিভরে উৎসর্গ করিলাম । দীন গ্রন্থকার।