পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাঠান আমলে দেশের অবস্থা। 8}} জমিদারগণ ভূমিবৃত্তি দিয়া ব্রাহ্মণদিগকে প্রতিপালন করিতেন। ব্রাহ্মণের সৰ্ব্বত্র এখনও যে নিষ্কর ভোগ করিতেছেন, তাহ কায়স্থদিগের দ্বারা প্রদত্ত। দ্বিগঙ্গার সেন, বনগ্রামের দত্ত, বোধখানার চৌধুরী, দাতিয়ার মিত্র, নলতার ভঞ্জ, হরিচালী ও মহেশ্বরপাশার গুহমজুমদার, পাজিয়ার সিংহ ও বিষ্ণু, বাসড়ীর মিত্র সেখহাটির চৌধুরী প্রভৃতি ৰিখ্যাত কায়স্থ-বংশ পাঠান যুগে প্রতিপত্তি লাভ করেন। তিওর, কৈবৰ্ত্ত ও সাহা বংশীয় ভূম্যধিকারীও কোন কোন স্থানে ছিল। মাণিকপুরের তিওর রাজা, মহেশপুর ও চেঙ্গুটিয়ার মাঝিগণ এবং সিঙ্গিয়ার পাতালভেদী রাজার কথা উল্লেখযোগ্য। সমাজে কাঠোর শাসন ছিল ; সে শাসন দণ্ড ব্রাহ্মণের হাতেই ছিল। তবে প্রত্যেক জাতির মধ্যে দলপতি বা সমাজপতির আভ্যন্তরিক ব্যবস্থা করিতেন । ব্রাহ্মণ-বৈদ্য কায়স্থের মধ্যে কুলীনদিগের বিশেষ প্রতিপত্তি ছিল। নবাগত কায়স্থ কুলীনের মৌলিকদিগের উপর যথেষ্ট আবদার চালাইতেন। ব্রাহ্মণদিগের মধ্যে সেনহাটি প্রভৃতি স্থানের সর্ববিদ্যা-সন্তানগণ, সারল ও সেনহাটর কাঞ্জারী বংশ এবং নলডাঙ্গার আখণ্ডল রাজবংশ বিশেষ সম্মানিত ছিলেন। সেনহাটি বৈদ্য কুলীনের একটি প্রধান স্থান ছিল। সুবর্ণবণিকেরা সমাজে অত্যন্ত নিন্দিত হইতেন। বৈহুদিগের মধ্যে গন্ধবণিকেরাই বাণিজ্য ব্যবসায়ে দেশে বিদেশে সমৃদ্ধিসম্পন্ন হইয়াছিলেন। ইহার পূৰ্ব্বে বৌদ্ধ ছিলেন বলিয়া বোধ হয় ; পরে সে ধৰ্ম্মের বিলোপ সাধন ও শৈবধৰ্ম্ম প্রচারিত হইলে, ইহার শিবভক্ত এবং দেশ, শঙ্খ, আবট ও সন্ত্রীশ (ছত্ৰিশ) এই চারি আশ্রম ভূক্ত হইয়া পড়েন। * এই বণিকৃগণ একসময়ে সমুদ্রপথে দূরবর্তী দ্বীপোপদ্বীপে গিয়া সামান্ত পণ্যবিনিময়ে বিদেশীয় ধন আনিয়া দেশকে সমৃদ্ধ করিতেন ; { বাঙ্গালীর ঔপনিবেশিকতার অনেক ইতিহাস ইহাদের বাণিজ্যকাহিনীর সহিত জড়ীভূত রহিয়াছে। চাদ সওদাগরে "সপ্ত ডিঙ্গা”, বেহুলার কলার মান্দাসের বিচিত্র অভিযান বাঙ্গালীর নিকট এমন ভাবে চিরপরিচিত হইয়া রহিয়াছে যে

  • श्रकरविकङर २०११ः । cर्शक नएष रैंशिबा अशांति क्ऊिद्र कब्रिाउन, ॐtइब्रांझे गवाश्वश १। ग१५iचशङ्ङ् श्रॆशिशिन श्निी বিবেচ্য। t

+ कदिककन कठीtठ ७ दिछ वश्लौनाप्नब्र बननमित्र" रुिमिधक जादाग्न दिसूठ दिवश्रे* 霸陀靈1