পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থকারের অন্যান্য পুস্তক। উচ্ছসি—ধৰ্ম্মতত্ত্ববিষয়ক প্রবন্ধাবলী। ভাবের গভীৰ্য ভাষার লালিতা এবং রচনার ওজস্বিতায় অতুলনীয়। পড়িতে পড়িতে পাঠককে ভাবে অনুপ্রাণিত, চমকে রোমাঞ্চিত ও আবেগে আত্মহারা হইতে হইবে। কলেজের ছাত্ৰগণের বাঙ্গালাভাষা শিখিবার উপযুক্ত পুস্তক। আত্মীয় স্বজনকে উপহার দিবার সুন্দর গ্রন্থ। উৎকৃষ্ট কাগজে ছাপা এবং স্বর্ণীক্ষরে সুন্দর বাধাই মূল্য - আনা মাত্র । ধৰ্ম্মপদ–পালিভাষায় লিখিত ‘ধৰ্ম্মপদ” নামক গ্রসিদ্ধ বৌদ্ধগ্রন্থের আক্ষরিক পদানুবাদ। ধৰ্ম্মপদকে বৌদ্ধগীত বলা যাইতে পারে। বৌদ্ধশাস্ত্রের সূত্রপিটকের যাবতীয় ধৰ্ম্মনীতি এই গ্রন্থে সংগৃহীত হয়। এরূপ অসংখ্য উদারনীতিমালার একত্র সমাবেশ কুত্ৰাপি দৃষ্ট হয় না। এই নীতিসমূহ সাৰ্ব্বজনীন ; উহ! সকল ধৰ্ম্মের সকল লোকের পাঠ্য। বঙ্গদেশীয় সৰ্ব্বশ্রেণীর পাঠকবর্গের সুবিধার জন্ত এই অপূৰ্ব্বগ্রন্থ সহজ ও সরল কবিতাকারে ভাষান্তরিত হইয়াছে। প্রারম্ভে গ্রন্থকার একটি সুদীর্ঘ ভূমিকায় ধৰ্ম্মপদের সঙ্কলন, প্রচার ও দেশ দেশান্তরে প্রতিপত্তিলাভের মুনার ইতিহাস প্রদান করিয়াছেন। পালি ও তিব্বতীয় প্রভৃতি ভাষার ও বৌদ্ধধৰ্ম্মশাস্ত্রের অদ্বিতীয় পণ্ডিত মহামহোপাধ্যায় শ্ৰীযুক্ত সতীশচন্দ্র বিদ্যাভূষণ এম, এ মহোদয় স্বয়ং একটি জ্ঞানগর্ড উপক্ৰমণিক লিখিয়া এই পুস্তকের গৌরব বৃদ্ধি করিয়াছেন। পালি বা সংস্কৃত না জানিলেও সকলেই এই পুস্তক বুঝিতে ও নীতিমালা কণ্ঠস্থ করিতে পারবেন। ছাপা ও কাগজ উৎকৃষ্ট। কাপড়ে বাধা ও সোণার জলে লেখা, মূল্য।ve ছয় আন মাত্র। প্রতাপসিংহ—মিবারাধিপতি , মহারাণা প্রতাপসিংহের জীবনবৃত্ত। স্কুলের ছাত্ৰগণের পাঠের উপযুক্ত। ভাষার গুণে ইতিহাসও কিরূপে সরল মুখপাঠ্য হয়, ইহাতে তাঁহা দেখান হইয়াছে। মহারাণার চিত্রসংবলিত। মূল্য।ve মাত্র।