পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(or ) “প্ৰতাপসিংহের” হিন্দী সংস্করণ প্রকাশিত হইয়াছে। মূল্য w• আন মাত্র। “প্রতাপসিংহ” সম্বন্ধে কয়েকটি অভিমত। BENGALEE–The author has narrated the incidents in language which is dignified as his theme. The book contains a neatly executed portrait and ought to find an extensive sale. A. B. PATRIKA–Though the life of Pratap Singha itself is an attractive subject, it has however received additional beauties at the master hands of Satish Babu. We hope the life of Pratap Singha will he extensively road in this country to form an object lesson for the already fallen race. রায় কালীপ্রসন্ন ঘোষ বাহাদুর—প্ৰতাপসিংহের জীবনচরিত ভারতবাসী হিন্দুর প্রাণপ্রিয় বস্তু। মিত্রমহাশয় আজ সেই বস্তুকে সুচারু চরিতাখ্যানরূপে সৰ্ব্বজনপাঠ্য করিয়া দেশের কৃতজ্ঞতাভাজন হইয়াছেন। কবিচুড়ামণি রবীন্দ্রনাথ—“ইতিহাসবিক্রত এক একট প্রতিভা শালী ব্যক্তির জীবনী অবলম্বন করিয়া তাহদের মহত্ত্বের আলোকে উদ্ভাসিত ইতিহাসকে ছেলেদের মনে মুদ্রিত করিয়া দিলে, তবেই ইতিহাস পাঠ ছাত্রদের পক্ষে আনন্দজনক ও সার্থক হয়। আপনার প্রকাশিত “ভারত প্রতিভা” গ্রন্থবলী সেই উদ্দেশু সাধন করিয়া আপনার সাধু চেষ্টাকে সফল করিবে, এই আমি আশা করিতেছি।” चं} শ্ৰীযুক্ত রামেন্দ্রম্বন্দর ত্ৰিবেদী—“এই ক্ষুদ্র পুস্তকানি প্রত্যেক বালকের হস্তে থাকা উচিত।” ঐযুক্ত নিখিলনাথ রায়—“এই গ্রন্থ আমরা বঙ্গের প্রত্যেক ছাত্রের হস্তে দেখিতে ইচ্ছা করি।” পণ্ডিত সখারাম গণেশদেউস্কর—“পুস্তকখানি সময়োপযোগী হইয়াছে। বঙ্গসাহিত্যে এ পুস্তকের অভাব ছিল। মহাশয় তাহ পূর্ণ করিয়া আমাদের কৃতজ্ঞতাভাজন হইয়াছেন।”