পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ– ব’দ্বীপের প্রকৃতি—বিল, বাওড়, খাল, দিয়াড়। গাঙ্গেয় বদ্বীপের প্রধান প্রকৃতি এই, উহা জলকে স্থল করে, স্থলকে উন্নত ও উর্বর করিয়া চলিয়া যায়। প্রথমে নদী নালা থাকে না ; থাকে কেবল দিগন্তবিস্তৃত অসীম সাগর। তাহাতে গঙ্গা প্রভৃতি নদীস্রোত পড়ে, পলি সঞ্চিত হয়, অবশেষে জল ছাড়িয়া ভূমি উত্থিত হয়। মাঝে মঝে নদী নালা থাকিয়া যায়। কিছুদিন মধ্যে নদী বেশ উচ্চ, বনাকীর্ণ বা মনুষ্যাকীর্ণ হয়, তখন নদী খালের বিস্তৃতি কমিতে থাকে। ক্রমে জলধারাসমূহ নানাভাবে গতি পরিবর্তন করে, মধ্যে চড়া বা চর রাখিয়া যায় ; উহাকে দিয়াড়, দিয়া, দহ, মাদিয়া বা দ্বীপ বলে। শেষে এই নবোথিত দ্বীপ ও প্রাচীন ভূখণ্ডের মধ্যবর্তী জলখাত বেগহীন হইয় মজিয়া মরিয়া যায় ; এবং খাত ভরাট হইয়া জমিভূক্ত হয়, দ্বীপ শুধু নামে মাত্র থাকে। বদ্বীপের কার্য্য আরও দূরে সরিয়া চলিতে থাকে। কিছুদিন পর্য্যস্ত বিল,বিল, বাওড় প্রভৃতি নামে নিম্ন ভূমিতে জল সঞ্চিত থাকে। আবাদ হইতে লাগিলে কালে তাহাও থাকে না। এইরূপে গঙ্গার মোহান ক্রমশঃ দক্ষিণ পূৰ্ব্ব দিকে সরিতেছে। বঙ্গের আয়তন বাড়িতেছে, বঙ্গোপসাগরের আয়তন কমিতেছে। খরবেগে কাজ চলিলে, এতদিন বঙ্গভূমি আরও অগ্রসর হইত। কিন্তু তাছা । বোধ হয় বিধাতার অভিপ্রেত নহে। সাগরবেলান্ত বনভাগ মধ্যে মধ্যে বলিৰ গিয়া কাৰ্য্যে কিছু বিলম্ব করিয়া দিতেছে । গঙ্গা, ব্ৰহ্মপুত্র ও মেঘনার মোহানার নিকট প্রায় ৪০০ফুট পলি ও বালি জমিয়াছে,কিন্তু তবুও উহা পার্শ্ববর্তী সিদ্ধারি হইতে কয়েক ইঞ্চির অধিক উচ্চও লছে। - পাৰ্ব্বততরদিশ আধ্যাবর্তের সমতলে পড়ির ক্রমশ মন্ত্ৰগতি ইয়াছে ইহার ১৬•• মাইল দীর্ঘ গতিপথের মধ্যে শেষ ৩১ মাইল গঙ্গা দিল্লম্বঙ্গে গ্র:ে 事 “Fo հ d ed f of delta s -- - - - 灣 - šči - - o iáñg - శ three # o §' *ိဌိ႕ * 器 કૂંપ્રુફ sea” imperis] Gagettee* ct India, V}; - , , ; ; ; ;