পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব’দ্বীপের প্রকৃতি-বিল, বাওড়, খাল, দিয়াড়। లి) জন্য বহুকোট মুদ্রা ব্যয় করিতেছেন। এজন্য পদ্মার বেগ কমাইয়া সেতুকে সুদৃঢ় করিবার জন্ত উভয় পারে বারমাইল করিয়া তীরভাগ প্রকাও প্রকাও প্রস্তরখণ্ড দ্বারা ঢাকিয়া দেওয়া হইতেছে । কিন্তু তাহাতেও কীৰ্ত্তিনাশা পদ্মার বেগ কমিবে কিনা বলা যায় না। তবে এক প্রকারে বোধ হয় এ বেগ কমান যাইতে পারে। যেখানে সেতুনিৰ্ম্মিত হইতেছে, তাহার অনেক উপরে পশ্চিমদিকে পদ্ম হইতে মাথাভাঙ্গা, জলঙ্গী ও ভৈরব বাহির হইয়াছে। এই সব নদীর মোহানাই অল্প বিস্তর মজিয়া গিয়াছে, ভৈরব একবারেই মজিয়াছে ; কারণ ইহার মোহান হইতে পদ্মাই অনেক দূরে সরিয়া গিয়াছে। সেই মোহানার নিকট কিছুদূর পর্যান্ত ক্ষুদ্র একটি পাত খনন করিয়া দিলে ভৈরব পুনরায় ভীম বিক্রমে বহিতে পারে । ভৈরব বহিলে, কপোতাক্ষও বেগবান হইবে। তখন যশোহরবাসী ভগ্ন স্বাস্থ্য ও রোগাপহৃত মস্তিষ্ক ফিরাইয়া পাইবে, দেশের গতি ফিরিবে, আবার যশোহর পরের যশঃ হরণ করিয়া আত্মপ্রতিষ্ঠা করিবে। ভৈরব কপোতাক্ষ উদ্ধার প্রাপ্ত হইলে আর একটি ফল হইবে। এই দুই নদী দিয়া মিষ্টজল সুন্দরবনে যায় না বলিয়া বৃক্ষাদির অবস্থা খারাপ হইয়াছে। লবণাক্ত জলের সহিত মিষ্টজল না মিশিলে সুন্দরবনে সুন্দরী, পশুর প্রভৃতি ভাল বৃক্ষ জন্মে না। মধুমতী দিয়া মিষ্টজল যায়, এজন্ত হরিণঘাটা অঞ্চলে উৎকৃষ্ট মুন্দরীগাছ জন্মে। সেখান হহঁতে যত পশ্চিম দিকে যাওয়া যায়, জল ততই নিরবচ্ছিন্ন লবণাক্ত, এজন্ত বৃক্ষের অবস্থা খারাপ ; চব্বিশ পরগণার দক্ষিণ পূৰ্ব্বাংশে শুধু গরাণবনই হইতেছে, ভাল কাষ্ঠ হয় না।* সুন্দরবনে উৎকৃষ্ট কাঠ উৎপন্ন হইলে,তদ্বার গবর্ণমেণ্টের প্রভূত লাভ হইবে ; হয় ত বহুকাল পরে ব্যয়িত অর্থের পুনরুদ্ধারও হইতে পারে। না হইলেও ংখ্য প্রজার জীবন রক্ষার মত রাজার মহৎ কার্য্য আর থাকিতে পারে না।

  • “Owing to its saline character this tract (Sunderbons situated in the as Pagannahs District) does not produce a large quantity of the best timber and 'wel trees" Khulna Gazetteer, p, sy see isop, sa.