পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ や যশোহর-খুলনার ইতিহাস । শব্দোৎপত্তির সম্বন্ধ থাকা বিচিত্র নহে। কিন্তু ইহা একটি অনুমান মাত্র। এখনও এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয় নাই । * যাহা হউক, “বরিশাল গান” বা অতলস্পর্শ এই উভয়ের ভিতর কার্য্যকারণসম্পর্ক আছে কিনা, অথবা উভয় ঘটনারই পৃথকৃ পৃথক্ মূলকরণ কি কি, তাহ এখনও স্থির হয় নাই। এদিকে বৈজ্ঞানিক বা ভূতত্ত্ববিৎ পণ্ডিতবর্গের সাগ্ৰহ দৃষ্টি আকর্ষণ করা যাইতে পারে। তবে উভয়ই যে সত্য ঘটনা তাহাতে সন্দেহমাত্র নাই এবং এই অতলম্পর্শের সহিত যে সুন্দরবনের অবনমনের একটা সম্বন্ধ আছে, তাহ নিঃসংশয়রূপে বলিতে পারি। সুতরাং দেখা গেল, এই অতলস্পর্শ সুন্দরবনের অবনমনের প্রধান কারণ। সুন্দরবনের নিম্নস্থিত মৃত্তিকার কর্দম-প্রকৃতি অবনমনের দ্বিতীয় কারণ এবং ভূমিকম্প প্রভৃতি দৈব উৎপাত তাহার তৃতীয় কারণ। অবনমনের আরও কারণ থাকিতে পারে ; কিন্তু যে কারণেই হউক, বহুবার সুন্দর বনে এইরূপ অল্পবিস্তর অবনমন হইয়াছে এবং তদ্বারা যে সুন্দরবনের অবস্থার অত্যন্ত অবনতি হইয়াছে, তৎপক্ষে সন্দেহ নাই। সুতরাং এই অবনমনকেই আমরা সুন্দরবন ধ্বংসের প্রথম কারণ ধরিতে পারি। সুন্দরবন ধ্বংসের দ্বিতীয় কারণ ঝটিকাবৰ্ত্ত ও জলপ্লাবন । অতি প্রাচীনকালে কি হইয়াছে, তাহা জানিবার উপায় নাই। তবে গত চারি পাঁচ শত বৎসরের মধ্যে কয়েকবার ঝটিকা ও জলপ্লাবনাদিতে সুন্দরবনের যে অসংখ্য প্রাণিহত্যা ও অত্যন্ত অনিষ্ট সাধন করিয়াছে, তাহার প্রমাণ আছে। বাদসাহ আকবরের রাজত্বের ২৯শ বর্ষে অর্থাৎ ১৫৮৫ খৃষ্টাব্দে এক দিন অপরাহ্লে সমুদ্রের জল বৃদ্ধি পায় ; উহাতে অল্প সময়ের মধ্যে এমন জলপ্লাবন হয় যে সমস্ত বাকূল৷ সরকার বা চন্দ্রদ্বীপ জলমগ্ন হইয়া যায় । ক্রমাগত ৫ ঘণ্টা ভয়ানক ঝড়বৃষ্টি ও বজ্রপাত হইয়াছিল ; সমুদ্র উত্তালতরঙ্গ তুলিয়া রাজ্য গ্রাস করিয়াছিল। ঘরবাড়ী, নৌকা জাহাজ সমস্ত ভাঙ্গিয়া চুরিয়া যায় এবং প্রায় দুই লক্ষ লোক

  • “The “Barisal Guns" prove that there is some volcanic action going on below the land or the Bay"—G. D. Bysack’s letter to the Englishman 17-6-1897. ---

“Whether this volcanic action contributes in any thing to cause the sounds popularly known as the “Barisal Guns” has yet to be establish; ed”–H. J. Rainey. 雞