পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6ኒ” যশোহর-খুলনার ইতিহাস । ভীষণ ক্ষতি করিয়াছিল। ইহাতে বহুসংখ্যক বড় জাহাজ, লক্ষ লক্ষ নৌকা ও অগণিত মনুষ্যজীবন নষ্ট হয়। ১৮৬৭ খৃষ্টাব্দের ১লা নভেম্বর ( ર૧8 সালের ১৬ই কাৰ্ত্তিক ) আর একটি বিখ্যাত ঝড়ে সাগরদ্বীপ হইতে পাবনা পৰ্য্যন্ত সমস্ত দেশের সৰ্ব্বনাশ সাধন করিয়া যায়। খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীতে তীরের উপর ৪ হাত জল হইয়াছিল ; আরও দক্ষিণে সুন্দরবনের মধ্যে ৯ হইতে ১২ ফুট পৰ্য্যন্ত জল হয়। ইহাদ্বার যমুনা নদী কালীগঞ্জের দক্ষিণে একেবারে মরিয়া যায়। তাহ না হইলে প্রাচীন যশোর রাজধানীর আজ এ দুর্দশ হইত না । এই “কাৰ্ত্তিকে ঝড়ে’ সুন্দরবনের যে ক্ষতি হইয়াছিল, তাহা বহু বৎসরে পূরণ হয় নাই। ইহার দুই বৎসর পরে ১৮৭৬ খৃষ্টাব্দের ৩১শে অক্টবর সুন্দরবনের পূর্বাঞ্চল অর্থাৎ সন্দ্বীপ, হাতিয়া দ্বীপ হইতে আরম্ভ করিয়া বরিশাল পর্যন্ত এক ভয়ঙ্কর ঝটিকা ও সামুদ্রিক প্লাবন প্রবাহিত হয়। ইহাতে দৌলতখা উপবিভাগের সর্বাপেক্ষা অধিক ক্ষতি করিয়াছিল। উচ্চ বৃক্ষাগ্র পর্য্যন্ত জল উঠিয়া গৃহাদি ও জীবজন্তু ভাসাইয়া লইয়া গিয়াছিল। বাখরগঞ্জ ও নোয়াখালি অঞ্চলেই দশলক্ষ লোক গৃহশূন্ত হয় ও দুই লক্ষের অধিক লোক মৃত্যুমুখে পতিত হয় বলিয়া জানা গিয়াছিল। কিন্তু প্রকৃত মৃত্যুসংখ্যা অগণিত। এই সময় হইতেই সুন্দরবনের পূর্বভাগ বৃক্ষশূন্ত হইয়া পড়ে। সুন্দরবন ও খুলনা প্রভৃতি জেলা বঙ্গসাগরের নিকট থাকিয়া সৰ্ব্বদাই ঝড়ের অত্যাচার সহ করে। সে সকল ক্ষুদ্র ক্ষুদ্র ঝটিকাবৰ্ত্তের হিসাব দেওয়া যায় না। গত বিংশাধিক বৎসরের মধ্যে সৰ্ব্বাপেক্ষা ভীষণ ঝড় হইয়াছিল ১৯০৯ খৃষ্টাব্দের ১৭ই অক্টোবর (বা ১৩১৬ সালের ৩০শে আশ্বিন)। এ ঝড় খুলনা অঞ্চলেই সৰ্ব্বাপেক্ষ অধিক হইয়াছিল। এতদ্বায়া দেশের এবং বিশেষত: সুন্দরবনের যে দুর্দশা হইয়াছিল, তাহ স্বচক্ষে দর্শন করিয়াছি। ইহার পরে সুন্দরবনে প্রাচীন বা বড় বৃক্ষ প্রায় সমস্তই বিনষ্ট হইয়াছিল, বলা যাইতে পারে। ভগ্নবৃক্ষের গুড়ি ও শাখাপ্রশাখায় মুনীরবনের নিবিড় বন এখনও সম্পূর্ণ দুর্গম হইয়া রহিয়াছে । এইরূপে বারংবার ঝটিকা, জলস্তম্ভ, প্রবল প্লাবন প্রভৃতি আকস্মিক উৎপাতে সুন্দরবনের ধ্বংস সাধন করিয়া তাহাকে মনুষ্যাবাসের পক্ষে অযোগ্য করি

  • Bengal under Lieutenant-Governors, vol I- pp. 298.302.