পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮤ%8 যশোহর-খুলনার ইতিহাস । পরিপোষণ জন্য যে সকল কারণ উথাপিত করিয়াছেন, আমরা প্রথমতঃ সেই গুলির সমালোচনা করিয়া পরে আমাদের মত স্থাপন জন্ত বিবিধ চাঙ্গুষ প্রমাণ উপস্থাপিত করিতেছি। প্রথমতঃ মুন্দরবনের পূর্বাংশে বাখরগঞ্জ ও নোয়াখালি জেলার মধ্যে সন্দ্বীপ ও আরও কয়েকটি দ্বীপ আছে। এই সকল দ্বীপে প্রাচীনকালে বহুপরিমাণ লবণ উৎপন্ন হইত। ডু জারিকের বিবরণীতে দেখা যায় এই দ্বীপ সমগ্র বঙ্গে লবণ সরবরাহ করিতে পারিত। লবণের উৎপাদন জন্ত যথেষ্ট কাষ্ঠের প্রয়োজন। সুতরাং সন্দ্বীপে যথেষ্ট জঙ্গল ছিল । সন্দ্বীপে জঙ্গল থাকিতে পারে । জনাকীর্ণ সন্দ্বীপে এখনও স্থানে স্থানে জঙ্গল আছে। কিন্তু তদ্বারা সপ্রমাণ হয় না যে সন্দ্বীপে বসতি নাই । বসতি না থাকিলেই বা লবণ প্রস্তুত করিত কে ? ডু জারিকই বলিতেছেন যে সন্দ্বীপে যে লবণ প্রস্তুত হইত তাঙ্গ বঙ্গে ব্যাপ্ত হইয় পড়িত, এবং পৰ্টুগীজ আধিপত্যের সময়েও তথা হইতে দুইশতের অধিক জাহাজ লবণ বোঝাই হইয়া বিদেশে প্রেরিত হইত। যাহারা উৎকৃষ্ট লবণ প্রস্তুত করিয়া স্বকীয় জাহাজে বিদেশে প্রেরণ করিত, তাহারা অসভ্য নহে। সন্দ্বীপ বা স্বর্ণদ্বীপ অতি প্রাচীন স্থান। প্রবাদ এই, বঙ্গেশ্বর আদিশূরের নবম পুত্র বিশ্বম্ভরশূর চন্দ্রনাথ তীর্থ হইতে প্রত্যাগমনকালে এখানে বারাহী দেবীর মন্দির নিৰ্ম্মাণ করেন। র্তাহারই অধস্তন বংশধর লক্ষ্মণ মাণিক্য নোয়াখালীর অন্তর্গত ভুলুয়ায় রাজ্যস্থাপন করিয়৷ বারভুঞার অন্যতম হইয়াছিলেন। সন্দ্বীপের অধিকার লইয়া মগ, পটুগীজ ও ভুঞারাজগণের সহিত বহু যুগ ধরিয়া সংঘর্ষ চলিয়াছিল। সন্দ্বীপে দুর্গ ছিল, উহার কয়েকটির ভগ্নাবশেষ আমরা স্বচক্ষে প্রত্যক্ষ করিয়াছি। সন্দ্বীপের সাগরবেল অন্ততঃ ১৫১৬ বার বিখ্যাত জলযুদ্ধ সমূহের ক্রীড়াক্ষেত্র হইয়৷ রক্তরঞ্জিত হইয়াছে। সে দীর্ঘ কাহিনী এখানে বক্তব্য নহে। +

  • “ Histoire Des Indes Orientales” by Sep. Peirre Du Jarric, 161o. এই পুস্তকের ৩২তম অধ্যায়ে সন্দ্বীপের বিবরণ অাছে। উহার অনুবাদের জন্তু খ্ৰীযুক্ত নিখিলনখ রায়ের “প্রভtপাদিত", ৪৪৯ পৃষ্ঠ। দ্রষ্টব্য।

ঐযুক্ত যদুনাথ সরকার এম. এ প্রণীত “শোৰীপের বিবরণ"-“নবনু" পত্রিক, মা , ১৩১২ ।