পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ । সৰ্ব্বস্ব বিক্রয় করিয়া তাহাদের ঋণ পরিশোধ করিলেন। বাসগৃহ পৰ্য্যন্ত বিক্রয় করিলেন। এখন হিরগ্ধয়া অল্পবস্ত্রের দুঃখে দুঃখিনী হইয়া নগরপ্রান্তে এক কুটার মধ্যে এক বাস করিতে লাগিলেন । কেবল মাত্র এক সহায় পরম হিতৈষী আনন্দস্বামী, কিন্তু তিনি তখন দূরদেশে ছিলেন। হিরন্ময়ীর এমন একটী লোক ছিল না যে আনন্দস্বামীর নিকট প্রেরণ করেন ।