পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२s যুগলাঙ্গুরীয় । হি। চিনি । অ। তা সে ফিরে এসেছে—কত নৌকা যে ধন এনেছে, তাহা গুণে সংখ্যা করা যায় না। এত ধন না কি এ তামলিপে কেহ কখন দেখে নাই। হিরণ্ময়ীর হৃদয়ে রক্ত একটু খর বহিল। তাহার দারিদ্র্যদশা মনে পড়িল, পূর্বসম্বন্ধও মনে পড়িল। দারিদ্র্যের জ্বালা বড় জ্বালা। তাহার পরিবর্তে এই অতুল ধনরাশি হিরন্ময়ীর হইতে পারিত। ইহা ভাবিয়া যাহার•খর রক্ত না বহে, এমন স্ত্রীলোক অতি অল্প আছে । হিরন্ময়ী ক্ষণেক কাল অন্তমনে থাকিয়, পরে অন্য প্রসঙ্গ তুলিল। শেষ শয়নকালে জিজ্ঞাসা করিল,“অমলে, সেই শ্রেষ্ঠিপুত্রের বিবাহ হইয়াছে ?” অমল কহিল, “ন, বিবাহ হয় নাই।” হিরন্ময়ীর ইন্দ্রিয় সকল অবশ হইল। সে রাত্রিতে আর কোন কথা হইল না।