পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৰম পরিচ্ছেদ । ÉS "রাজা হাস্যত্যাগ না করিয়া বলিলেন, “আমার স্যায় রাজারই এরূপ রহস্য সস্তুবে । ছয় বৎসর হইল তুমি একখানি পত্ৰাৰ্দ্ধ অলঙ্কারমধ্যে পাইয়াছিলে ? তাহা কি আছে ?” হি। মহারাজ ! আপনি সর্বজ্ঞই বটে। পত্রাদ্ধ আমার গৃহে আছে। রা। তুমি শিবিকারোহণে পুনশ্চ গৃহে গিয়৷ সেই পত্রাদ্ধ লইয়া আইস। তুমি আসিলে আমি সকল কথা বলিব ।