পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ । রথয়ী রাজার আজ্ঞায় শিবিকারোহণে স্বগৃহে প্রত্যাগমন করিলেন, এবং স্ত্র তথা হইতে সেই পূর্ববর্ণিত পত্রাদ্ধ লইয়া পুনশ্চ রাজসন্নিধানে আসি, "লেন। রাজা সেই পত্রাদ্ধ দেখিয়া, আর একখানি পত্রাদ্ধ কোঁটা হইতে বাহির করিয়া স্থিরকুরীকে দিলেন। বলিলেন “উভয় অৰ্দ্ধকে মিলিত কর।” হিরন্ময়ী উভয়াৰ্দ্ধ মিলিত করিয়া দেখিলেন, মিলিল। রাজা কহিলেন "উভয়াৰ্দ্ধ ७ककिङ कब्रिग्रा श्रार्ट कन्न ।” उथन दिल्लभ्रहौं নিম্নলিখিত মত পাঠ করিলেন ।