পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘোগবাশিষ্ঠ s ఏ 9 ( ক্ষণং মথtহমন্যোন্যং পূজয়িত্বসমেত্যচ। তে সৰ্ব্বেহৃষ্টমনসে মহারাজনিবেশনে ॥ ৩৫ ৷৷ যথোচিতাসনগও মিথঃ সংবৃদ্ধ তেজসঃ । পরস্পরেণ পপ্রচ্ছ সৰ্ব্বেনাময়মাদরাৎ If ৩৩ ৷৷ অন্যে ন্যসমেত্য পুজয়িত্বীচ যথোচিতায়নতুতাঃ সন্তঃ পপ্রচ্ছ রিতুক্তিরণ मझक्नु; || ७0 || ७७ }| অস্যার্থঃ । ক্ষণকাল মাত্র বিশ্বামিত্র ও বশিষ্ঠ/উ৩য়ে পরস্পর মিলিত হইয়া পরম্পর যথাযোগ্য উভয়ে উভয়েন সম্মান করিয়া উপবিষ্ট হইলেন,"তদৃষ্টে রাজ ভবনে সকলই পরমহিলাদিত হইলেন। ৩৫ ৷৷ অনন্তর যথাযোগ্য অর্সিনে উপবিষ্ট, প্রবৃদ্ধ তেজঃপ্রাপ্ত মহর্ষি বিশ্বামিত্রকে আর আর সভাস্থ সকলেই পৃথক পৃথক সমাদর পূর্বক অনাময় কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিলেন || ৩৬ ৷৷ উপবিষ্টায় তস্মৈ স বিশ্বামিত্রায়ধীমতে । পাদ্যমর্ঘ্যঞ্চগঞ্চৈব ভূয়োভূয়ে নবেদয়ৎ। ৩৭ ৷ অীদ্যেন চকরিণামৃক্তগন্ধপুষ্পবস্ত্রীলঙ্কাবাদেঃ সমুচ্চয়ঃ। দ্বিতীয়েন দক্ষিণফােল৩ামূলাদেঃ ভেষাঞ্চধহুবিধত্বাস্তয়োভূয়ইতি ৷৷ ৩৭ ৷৷ অস্যার্থঃ । .ীমান বিশ্বামিত্র উপবিষ্ট হইলে পর রাজা দশরথ পাদ্য অর্ঘ ও গন্ধ পুষ্প স্ত্রীলঙ্কার প্রভৃতি প্রচুরতর পুজোপযোগ্য সামগ্ৰী তাঁহাকে পুনঃ পুনঃ নিবেদন করিলেন । ৩৭ 1 • অনস্তর রাজা বিশ্বামিত্রকে পূজা করিয়া যথাযোগ আত্ম সৌভাগ্য অঙ্গীকার করিতেছেন, তদৰ্থে উক্ত হইয়াছে। যথা—(অচ্চয়িত্বেতি ) ৷ মুলে ভূয়োভূয় পাদ্যার্ঘাদি দিলেন কহিয়াছেন, ভাষায় পুনঃ পুনঃ শব্দ আছে; ইহাতে অৰ্ঘ্যাদি যে পুনঃ পুনঃ দিলেন এমত নহে, প্রচুরতর দ্রব্য একে একে প্রদান করিলেন। মুলে প্রথম চকাৰুে বস্ত্রীলঙ্কারাদি, দ্বিতীয় চকার দ্বার ফল ভাস্থল দক্ষিণাদি প্রদান করিলেন। [ 58 |