পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবশিষ্ঠ | Σ & Σ. অমৃতত্বলাভ করে, অর্থাৎ অমরত্ব প্রাপ্ত হয়, তাহাতে মহাতেজস্বী, মহাপ্রভাবশালী স্ত্রীরামচন্দ্র এতাদৃশ মুনির সহিত গমন করিপেন, ইহাতে আপনার সংশয় কি t অতএব আপনি,সামান্য মুচে ন্যায় দীনতা প্রাপ্ত হইবেন না। ২ If o তাৎপর্য –বিশ্বামিত্রের সহিত সামান্য মনুষ্য থাকিলেও 'তৎপ্রভাবে তাহার মৃত্যু ভয় নাই, অর্থাৎ বিশ্বামিত্রের তেজে জগৎ'পরাভব হয়, কোনু ছার মারীচ মুবাহু রাক্ষস, তাহাদিগের যুদ্ধে রামকে পাঠাইতেও আপনি শঙ্কা করিতেছেন ? আপমি কি বিশ্বামিত্রের প্রভাব অবগত নহেম ?’ ইনি যে নুতন সৃষ্টিকৰ্ত্তা। হে রাজন। আপনি আপন পুল্ল স্ত্রীরামেরও মহিমা উপলব্ধি করিতে পারেন নাই, শ্রীরামচন্দ্র মহাপ্রভাবশালী, এই মহানুভাব রামের রক্ষাকর্তা বিশ্বামিত্র হইবেন, তাহাতেও তুমি ক্ষুদ্র রাঙ্গসের যুদ্ধে রামকে পাঠাইতে ভয় করিতেছ, এ অতি অসম্ভব? অতএব মহারাজ তুমি মুখের ন্যায় ভীত হইও না। ২৩ । ইতি বাশিষ্ট তাৎপৰ্য্য প্রকাশে বৈরাগ্য প্রকরণে বশিষ্ট বাক্য নামে নবমঃ সুৰ্গঃ সমাপনঃ।। ৯ । —-00