পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৬ যোগবশিষ্ঠ দুরেণেীৎসারিতাহলক্ষ্য পুনরেব অমাদরাৎ। অহোবতাশ্লিষ্যতীব নিল জাদুর্জনাসদ ।। ২১ । তমিতিপরামর্শদযস্ততিলভ্যতে তথাচযস্য পুরুষস্য' অলক্ষ্ম্যাসপত্নেবস্বয়ং দুরেণেtৎসারিত তমেবচিরং সপত্ন্যাউপভূত্ত্বং পুনরাদরাদুপশ্লিষ্যন্তীবেয়ং নমানবভৗকিন্তুনিলজেতার্থঃ। ২.১। অস্যার্থঃ । হে মহাত্মন্‌! এই লক্ষ্মীকে যে পুরুষের নিকট হইতে দূরীকৃত করিয়া অলক্ষ্মী স্বয়ং উপভোগ করে, পুনৰ্ব্বার দুর্জনদিগের ন্যায় অর্থাৎ দুঃশীল কামিনীর ন্যায় লজ্জা রহিত হইয়া সপত্নী কর্তৃক উপভুক্ত সেই পুরুষকে আদরপূর্বক লক্ষ্মী উপভোগ করিতে চাহেন, কি আশ্চৰ্য্য, এ লক্ষ্মীর কোনমতে ঘৃণা লজ্জা নাই। ২১ । , তাৎপৰ্য্য —লজ্জাশীল স্ত্রী স্বপত্নী কর্তৃক দূরীকুত হইলে আর কখনই তদুক্ত পুরুষকে উপভোগ করিভেইচ্ছা করে না । কিন্তু লক্ষ্মীর আশ্চৰ্য্য স্বভাব, ঘৃণা লজ্জা কিছু মাত্র নাই। যেহেতু অলক্ষ্মীকর্তৃক দূরীকৃত হইয়াও স্বপত্নী অলক্ষ্মীর উপভুক্ত পুরুষকে পুনর্বার আদরপুর্বক উপভোগ করেন । অর্থাৎ যেমন অসতী স্ত্রীর ঘৃণা নাই ও লজ্জা নাই, লক্ষ্মীও সেইরূপ ঘৃণা লজ্জ বিহীন হয়েন।। ২১ ৷৷ অনন্তর কষ্ট সাধ্য লক্ষ্মীর মনোরমস্বভাব বর্ণন দ্বার শ্রীরাম ঋষিকে কহিতেছেন, তদৰ্থে শ্লোক উক্ত হইয়াছে। যথা – মনোরমেতি) । মনোরমাকৰ্ষতি চিত্তবৃত্তিং কদৰ্থসাধ্যাক্ষণভঙ্গুরাচ। ব্যালাবলগাত্র বিবৃত্তদেহাম্বভ্রোথিতাপুপল্লতেবলক্ষনী ॥ ২২। ইতি বৈরাগ্যপ্রকরণে লক্ষীনিরাক্ষরণং ত্রয়োদশঃ সর্গ: || ১৩ । কুৎসিতোহথঃ পতনমরণাদিতিযন্মাদিতিকদৰ্থঃ সাহসং তেনসাধ্যালভাব্যলাবলগাত্রৈৰ্বিৱৰ্ত্তদেহাবেটিত শরীরাশ্বভেঞ্জীর্ণকুপাদিগৰ্ত্তে। ২২ ৷৷ ইতি শ্ৰীবশিষ্ঠতাৎপর্য প্রকাশে বৈরাগ্যপ্রকরণে ত্রয়োদশ সগঃ । ১৩ ৷৷ অস্ত্যার্থঃ । হে মহামতে জীর্ণকুপ ও গর্ভ হইতে উত্থিত, ভোগী ভোগ পরিবেষ্টি কলেবর পুষ্পলতার ন্যায় লক্ষ্মী, অতিকদৰ্থ সাধ্য হয়েন, অতি অস্থিরা কিন্তু মনোরঞ্জনকারিণী অনায়াসে লোকের চিত্তরভিকে আকর্ষণ করেন। ২২ |