পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q89 ৰোগৰ শিষ্ঠ । ভ্রমণ করাইভে থাকে, মোঙ্ক স্বরূপ মকরমীলাসমম্বিত, ইহাঞ্চে নিরোধ করিতে আমি কোনমতে সমর্থ হইতেছি না । ৭ ৷৷ তাৎপৰ্য্য।—গ্রীরামচন্দ্র আপনাতে আরোপ করিয়া জনোপকরার্থে উপদেশ দিয়াছেন, অর্থাৎ আত্মমনকে সংযম করিতে কেহই সহসা সক্ষম হইতে পারে না, একারণ দুৰ্নিবার সমুদ্ররূপে বর্ণন করিতেছেন, অর্থাৎ মনকে জয় করিতে না পারিয়া তৰশে গমন করিলে কেবল "যন্ত্রণ মাত্রই ভোগ করিতে হয়। মনস্বরূপ মহাসমুদ্র, ভোগলাভ উৎসাহাদি তদুখিত তরঙ্গস্বরূপ আবৰ্ত্ত অর্থাৎ জলের ঘুরণি, তাহাতে নিপতিত-জীব নিরস্তুর ভ্ৰাম্যমাণ হইতে থাকে, মায়াস্বরূপ মকরাদি হিংস্র জলজন্তুতে পরিপূর্ণ মনঃস্বরূপ মহাসমুদ্র, মায়াপদে কপট, পরবঞ্চনাদি উপায় সকল ক্রুরতর হিংস্র মকর কুম্ভীর হাঙ্গর তিমি তিমিঙ্গিল রাঘবাদিম্বরূপে পরিপূর্ণ, রহিয়াছে, ইহাতে মনোময় মহার্ণবকে উত্তীর্ণ হওয়া অতি কঠিনভর ব্যাপার, অতএব হে প্ৰভো! আমি তদন্থপায়ে আকুল হইয়া জিজ্ঞাসা করিভেছি যে এরূপ ভয়ঙ্কর স্বভাব মনকে আমি কি রূপে নিরোধ করিতে পারি তাহার উপায় বলুন ইতাভি७धंiग्न६ || १ । /.

  • .

অনন্তর মনকে লুন্ধ স্বৰ্গরূপৃে. ভোগাদিকে দূৰ্ব্বাঙ্গুররূপে বর্ণন করিয়া ঋষিকে ঐরামচন্দ্ৰ কহিতেছেন, তদৰ্থে উক্ত হইয়াছে। ষখা — ভোগদুৰ্ব্বাস্কুরেতে ) ৷ ভোগদুৰ্ব্বাক্ষুরাকাঙ্গী শ্বভ্রপাতমচিন্তয়ন । • মনোহরিণকোত্ৰহ্মন দূরং বিপরিধাবতি ॥ ৮ শ্বভ্রপাতং নরকগৰ্ত্তপাতং ॥ ৮ . . অস্যার্থঃ . ছে ব্রহ্মস্ ! বন্দ্ৰপ লুব্ধমৃগগণ দূৰ্ব্বাঙ্কুর ভোজনাভিলাষী হুইয়া নিম্নস্থ গর্ভপাত প্রতি চিন্ত না করিয়ানিয়ত দূরে ধাবমান হয়। তদ্রুপ জীবের মনঃহরিণ স্বরূপ ভোগরূপ পূর্বক্ষুর গ্রাসের আকাংক্ষায় সৰ্ব্বদুঃখাকর নরকরূপ গৰ্ত্তে যে নিপতিত হুইব এ আশঙ্কা ত্যাগ করিয়া নিরন্তর অতি দ্বর সংসারাখনিতে ধাবমান হই(NJGG || tr || তাৎপৰ্য্য –ভোগ লোলুপ জীবের মন সদসৎবিবেচনা হীন, শুদ্ধ ভোগাভিলাষে নৱক মুলক ছুঃসহ কৰ্ম্ম সকল সম্পাদন করিতেছে, উত্তরকালে ষে নিরয় গৰ্ত্তে নিপতিত হইয়া নিরস্তর যন্ত্রণ ভোগ করিতে হইবে তাছা ক্ষণমাত্রও চিত্ত করে না,