পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭৪ যোগবশিষ্ঠ। দীর্ঘতন্ত্র, অর্থাৎ তদ্রসপানে মোহরমোৎপন্ন হয়, তাহার রস অতি ঘন। জীবেরহয় কুরে গিরিগম্বরন্যায় তাহাতে উৎপন্ন তৃষ্ণালন্ত৷ বৈরাগ্যোদয়ে মলিন হয়, তাহার ঘনরসস্বরূপ বিষয়, অতি কডুক, অর্থাৎ অতিশয় রূপে পরিণামে দুঃখ প্রদান করে, ঐবিষয়রসপনে জীৰ উন্মত্তবৎ হয়, সুতরাং তাঁহাকে দীর্ঘতন্ত্রী বলা যায়, অর্থাৎ বিষয়াশা প্রাপ্ত জীব অপ্রবুদ্ধ প্রস্থপ্তবৎ থাকে, অতএব জীবের আশাই বিষবৎ প্রাণ নাশিনী হয়, তাহাকে অবলম্বন করা কোন মতেই কৰ্ত্তব্য নহে। ২০ } অনন্তর তৃষ্ণপক্ষে শূন্যার্থ স্পষ্ট করিয়া কহিয়াছেন অর্থাৎ অশি মাত্ৰ জীবের নিরানন্দ দায়িনী, তাহা হইতে আর কিছু মাত্র ফল দর্শে না, তদৰ্থে গ্রীরামচন্দ্র কহিতেছেন। বখ—ি(অনান্দকীতি)। অনানন্দকরশুন্য নিষ্কলাব্যর্থমুন্নত । অমঙ্গলকর কুর তৃষ্ণক্ষণেবমঞ্জরী। ২১ । তৃষ্ণপক্ষেস্পষ্টার্থঃ অন্যত্রশূন্যতাপুম্পৈঃ উন্নতাআম্রাদেরূদ্ধশাখামুস্থিতাকুর শুষ্কস্থাৎধঠকপ্রায় ॥ ২১। অস্যার্থঃ । ন্থে ঋষিবর কৌশিক ! বৃক্ষের শাখtথগত পুষ্প ফল রহিতা, "ব্যর্থ উন্নত। অমঙ্গলকরী শুষ্ক কন্টকপ্রায়ামঞ্জরীর ন্যায়, তৃষ্ণ ও জীবের নিয়ত অমঙ্গল সাধিনী জানিবেন । ২১ ৷৷ - - তাৎপৰ্য্য। -আমিদি তরুবর শাখাগ্রাবলম্বিনী মঞ্জরী, যাহাতে ফল বা পুষ্প না থাকে, ক্রমে শুষ্ক হইয়। কণ্টক প্রায় হয়, তৎস্পর্শ ক্লেশদায়ক, তদ্বৎ জীবের দেহস্বরূপ রসাল তরুর শাখাগ্রশায়িনী তৃষ্ণামঞ্জরী, অর্থাৎ দেছ রূপ বৃক্ষে ইক্সিয় বৃত্তি রূপা শাখা, তাছার অগ্রভাগ মন, মনেতেই তুষ্ণার অবস্থান, কিন্তু সেই ত্বকার কিছু মাত্র ফল নাই, তাহাতে পরমার্থ স্বরূপ শোভনীয় পুস্প্যাদি নাই, অর্থাৎ আশা কত বিষয়ে হয়, কিন্তু আশানুযায়ি ফল ফলে না,অতএব শুষ্ক মঞ্জরীবৎ অনাহাদকরী রূপে ব্যাখ্যা করিয়াছেন, শুদ্ধ অাশার অপুরণে নিয়তই বিষাদোৎপন্ন হইয়া থাকে, সেই বিষাদ কষ্টক প্রায় খরম্পর্শ অর্থাৎ কণ্টকাগ্ৰস্পর্শে যেমন শরীর ছিন্ন ভিন্ন হুইয়া জ্বালা জন্মে,তক্রপ অাশা স্পর্শে অপুর্ণ কাম হইলে ঐ অশি। নিরন্তর চিন্তুকে ক্ষত বিক্ষত করে, সুতরাং,বৃক্ষাগ্রস্থিত। শুষ্ক মঞ্জরী ৰেমন নিরা