পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१७ যোগবশিষ্ঠ । নানারসৈঃ শ্লোকমোহাদিভির্নর্তকীপক্ষে হাস্যবীভৎসাদিভিঃ রঙ্গেষুম্ভাশীলাসু । ২৩ ৷৷ অস্ত্যার্থঃ | হে নরোত্তম মহর্ষি বিশ্বামিত্র । নানাবিধ রসবিশিষ্ট সম্ভ৷ মধ্যে সুসজ্জিত রঙ্গভূমিতে যেমন জরষ্ঠ নৰ্ত্তকী নুজ্ঞমান হয়, সেইরূপ ঘোর সংসাররূপ রঙ্গভূমিতে শোক মোহাদি নানারসৰিবিষ্ট সুখ দুঃখাদি ভোগ সংকুলে ব্যাপৃত জীর্ণ নর্তকীর ন্যায় জীবের বিষয় তৃষ্ণ নিয়ত নৃত্য করিতেছে। ২৩ ৷৷ তাৎপর্য্য !—বসন্ধপ সভামধ্যে জনসঙ্কুলে রঙ্গভূমি অর্থাৎ, নেপথ্যে সুঞ্জীর্ণতরা বৃদ্ধগিণিকা নানা প্রফার রসোদ্ভাবন পূর্বক নাট্যবিতরণ করিয়া থাকে, অর্থাৎ শৃঙ্গার, বীর, করুণ, অদ্ভুত, হাস্য, ভয়ানক, বীভৎসাদি রসদ্বারা নৃত্যমান হয়, ভদ্রুপ এই ঘোরতর মুখ দুঃখাদি ভোগসমূহে আকৃষ্ট সংসারস্বরূপ রঙ্গভূমিতে শোক, মোহু, ঈর্ষা, অস্থয়া, দম্ভ, দ্বেষাদি নানা প্রকার রসোদ্ভাবন দ্বার। বৃদ্ধ বেশ্যার ন্যায় বিষয় বাসনাও নটমান হইয়াছে। ২৩ ৷৷ অনম্বর শ্রীরামচন্দ্র বিষয় তৃষ্ণাকে বিষলতিকা রূপে বর্ণন করিয়া বিশ্বামিত্রকে কহিতেছেন, তদৰ্থে উক্ত হইয়াছে। যথা –( জরীকুমুমিতেতি ) ৷ জরাকুমুমিতাৰূঢ় জাতোৎপাত ফলাবলিঃ। ør zসংসারজঙ্গলে দীৰ্ঘেতৃষ্ণ বিষলতাতথ। ২৪ । مي জঙ্গলেঙ্গীর্ণরণ্যেঅভিভাবিস্তীর্ণ। ২৪ । অস্যার্থঃ । হে মহুর্ষে কোঁ” এই সংসার রূপ বিস্তীর্ণগহনকাননে তুফা স্বরূপ বিষলতিকা উৎপন্ন হইয়াছে সেই আশা লভা অতি বিস্তীর্ণ সুদীর্ঘ, জর মরণাদি প্রফুল্লতর কুসুমযুক্ত, তাহাতে আধ্যাত্মিক, অধিদৈবিক, আধিভৌতিকাদি স্বরূপ বহুতর ফল জন্মিয়াছে। ২৪ । ভাৎপর্য –গহনোদ্ভূত বিষলত দেখিলেই সে পরিচিত হয় না অর্থাৎ বিষলতা কি অমৃত লভা উভয়ই ফলপুষ্পবর্তী, সুদর্শনীয়, কেবল গুণ পরিগ্রহ করিলেই উভয়ের পরিচয় পাওয়া যায়, তদ্রুপ সংসার বিরিলে ভা আশালত বিবিধ প্রকার ঐশ্বৰ্য্যাদি স্বরূপফল পুষ্পবর্তী এবং অঙি চিত্তরঞ্জিনীও বটে, কিন্তু ঐ আশীলক্তি