পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবশিষ্ঠ । ۹ ها می হে বির হেস্বরূপ গৃহে অহংকা গৃহস্থ অতি চঞ্চল,কিয় ৰামনাই তাহার গৃহিণী হয়, ইঞ্জিয় সকল পশুশ্রেণীর নমুং স্থানে স্থানে বন্ধ রহিয়াছে, কারাগাদ গৈরিক মনঃ শিলাদিতে রঞ্জিত এই সুশোভিত শরীররূপ গৃহ আমার অভিলষিত ফল জনক নহে। ১৯"। তাৎপর্য –ন্ত্রীরামচন্দ্ৰ দেহাত্মবুদ্ধি নিবারণেপায়স্থচক দেহটােৰ বৰ্ণন করিতেছেন, নতুব এককালেই যে দেহ ত্যাগ করবে এ অভিপ্রায় নহে, শুদ্ধ মমতাশূন্য হইবে এই মাত্ৰ বাকোর ভঙ্গী হয়, অর্থাৎ গৃহস্থ ব্যক্তিরা গৃহিণীর সহিত যেমন মনঃশিলা বা গৈরিকাদি কোন রঙ্গবিশিষ্ট ধাতুদ্বারা গৃহভিত্তিকে লেপিত করিয়া সুদর্শনীয় ও রমণীয় করে, আর গোমহিষাশ্ব অজ আবিকাদি পোষিত পশুগণকে শ্রেণীবদ্ধ পুৰ্ব্বক স্থানে স্থানে সংস্থাপন করে। অন্ধ্রপ অহঙ্কার গৃহী বসন গৃহিণীর সহিত রঙ্গিন ধাতুং কামাদিদ্বারা দেহরূপ গেহকে রমণীয় ও সুদর্শণীয় নিয়তই করিয়া থাকে আঁর পশুবৎ যথাস্থানে ইন্দ্রিয়গণকে আবদ্ধ করিয়া রাগ্লিয়াছে, অর্থ}ং যথাস্থানে সংস্থাপনের এই অর্থ, যে ইন্দ্রিয় জয়ার্থ চেষ্টাশুনা, কেবল যে যে ইন্দ্ৰিয়ের যে যে কার্য, তাহতেই নিযুক্ত, রাখিয়াছে, সুতরাং এমন দেহে আমার কোন অভিলাষ পুণ হইতে পারে? ইতিরামাতিপ্রায়ঃ ॥১১৯ ৷৷ অনন্তর দেহবিষয়ে গৃহবন্ধ্যাপকরণ বর্ণন দ্বার রঘুনন্দন, কুশিক্ষনন্দনকে কহিতেছেন। যথী—( পৃষ্ঠাস্থিরূপেতি ) ৷ - পৃষ্ঠাস্থিকাষ্ঠ সঙ্ঘট্ট পরিসঙ্কটকোটরং । আন্ত্ররজুভিরাবদ্ধং নেষ্টং দেহগৃহং মম || ২০ । পৃষ্ঠাস্থিলক্ষণ কাষ্ঠীনাং সংঘটনেনপরিতঃ সঙ্কটঃ সঙ্ক চিতাকাশং কোটরোবস্ত আত্রাণি মলমুত্রান্নরসাদি প্রসবার্থনিদীর্ঘাপচ্চয়ুঃ। ২• । অস্যার্থঃ । হে ধষে ! পৃষ্ঠাস্থিরূপ কাঠাদি দ্বারা, অন্তঃখুন, অন্তরস্থ নাজীরূপ রঙ্গতে ছঢ়বন্ধন করিয়া এই দেহরূপ মনোহর গৃহ নির্শিত হইয়াছে,এই গৃহ আমার কোন মতে অভিলষিত নহে। ২০ ॥ তাৎপর্য –সীমান্য গৃহ নিৰ্ম্মাণেপকরণ, কতকগুলি কাউকে কীল সংস্থাপন করতঃ কতকগুলি রঙ্গ দ্বারা বন্ধন করিয়া আকাশকে সঙ্কতি করিয়া মধ্যভাগকে