পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবশিষ্ঠ । 9)\రి প্রবেশনির্গমব্যগ্র বাতৰেগরনীরতং । তিতাক্ষগবাক্ষস্তম্নেষ্টং দেহগৃহং মম।। ৩: f BBBBB u uB BBBBBBBS DDB BB ধ্বনি || ২৯ । ৩ • II অস্যার্থঃ । হে কুশিকবর ! মানবশরীরে নখস্বরূপ মাকড়শার জাল বিশেষ, মধ্যস্থানে ক্ষুধাস্বরূপ শুনীবচীৎকারধ্বনি ব্যাপ্ত অতি ভাস্কার অর্থাৎ ভয়ঙ্কর, সেই ধ্বনিবিশিষ্ট ভীষণ দেহগেহে আমার কোনমতে আস্থা নাই। ২৯ । হে কবির কৌশিক অনবরত নিঃশ্বাস প্রশ্বাসরূপ বায়ুর গমনাগমন অনাবৃত পথযুক্ত, ইন্দ্রিয়দ্বাররূপ বিস্তুত গবাক্ষ জালমালায় অম্বিত, এই দেহস্বরূপ গৃহ আমার অভিলষিত নহে || ৩০ | তাৎপর্য -এই দেহগৃহের গৃহপালী অর্থাৎ ক্ষুধা সরয়া অতিশয় রূপে পুরীমধ্যে চীৎকার করিতেছে, সেই ধ্বনিই অতি ভয়ঙ্কর, এমত গৃহ কিরূপে ইষ্ট হয়, অর্থাৎ ক্ষুধাই জীবকে চীৎকার ধ্বনি করাইয় থাকে, ক্ষুধার ৰিমিও কোন অনর্থ না ঘটে? সুতরাং ক্ষুধাকে স্বালতি শুনীরুপে বর্ণনা করিয়া অন্ধনি অর্থাৎ ক্ষুধাতুরের ব্যাকুলতাকে ভয়ঙ্কর শব্দ বলিয়াউল্লেখ করিয়াছেন ইতিভাৰ ॥ ২৯ ৷৷ অন্যচ্চ —এই গৃহস্বরূপ দেহ ইহার গবাক্ষ অর্থাৎ জানাল সকল ইন্দ্রিয়ভার, নিশ্বাস প্রশ্বাস স্বরূপ প্রাণবায়ু নিয়ত গমনাগমন করিতেছে, তাহতেই অত্যন্ত বাগ্র, সুতরাং এমন অসার দেহের প্রতিক প্রীতি ? ॥ ৩• ॥ অপরপৃহের প্রধান দ্বারাদির সহিত দেহস্থিত মুখাদির বর্ণনা করিয়া স্ত্রীরাম বিশ্বামিত্রকে দৃষ্টান্ত দিতেছেন, তদৰ্থে উক্ত হইয়াছে। যথা—(জিহ্বামৰ্কটিকেতি) । জিহৰামৰ্কটিকাক্রান্তু বদনদ্বারভীষণং। দৃষ্টাদন্ডাস্থিসকলং নেক্টং দেহগৃহং মম।। ৩১ ॥ মৰ্কটিক প্রসিদ্ধা কবাটৰিস্কম্ভকাঠং বা ॥৩১ ॥ অস্যার্থঃ । হে মুনিরাজ ! এই নরদেহ রূপগৃহের ভীষণাকার প্রধান দ্বারমুখ, দন্তস্বরূপ কবাট, জিম্বাক্ষপ মার্কটিক অর্থাৎ খিল কণ্ঠবিশিষ্ট, ইহা দেখিয়া এই ভরপ নিকেতনে অবস্থান করতে আমার বাসনা হয় । ৩১ ৷ [ 8s 1