পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

こ8 y যোগবশিষ্ঠ । হে মহর্ষি কুশিকবর ! হে মহাবুদ্ধে ! শিশুকাল কেনমতেই সুখপ্রদ নহে, ষেহেতু বালককালে মাতা হইতে ও পিতা হইতে এবং গুরুজন হইতে, ভয় উৎপন্ন হয়, কিঞ্চিৎ বয়স বৃদ্ধি হইলে অন্যান্য জন হইতে এবং বয়োজ্যেষ্ঠ বালক হইতে ভয় জন্মে অতএবু কুৎসিত বাল্যকাল কেবল ভয়েরই অবাস জানিবেন। ৩৭ ৷৷ - তাৎপর্য –প্রথম মাতৃতঃ তাড়ন ভয়, পরে লেখাপড় না করণজন্য পিতা তাড়না করেন, এবং গুরু মহাশয়ও তাড়ম্ব তৎসনাদি করিয়া থাকেন, তজ্জনা ভয় জন্মে, এজন্য বালক্রীড়াতে সুখ নাই, আপনার বয়স জ্যেষ্ঠ বলিষ্ঠ বালবাদিরও প্রহার করে, সে নিমিত্তও ভীত থাকিতে হয়, অতএব শৈশবকাল কেবল ভয়েরই মন্দির, অর্থাৎ সৰ্ব্বদা শশঙ্ক থাকিতে হয় ইতিভাবঃ।। ৩০ ৷৷ বাল্যাবস্থা সৰ্ব্ব সম্বন্ধে যে অসন্তোষের কারণ, ইহা জনাইবার নিমিত্ত দশরথনন্দন গাধিনন্দনকে কহিতেছেন, তদৰ্থে উক্ত হইয়াছে। যথা –(সকল দোষেতি ) ৷ সকলদোষ দশাভিহতাশয়ং শরণমপ্যবিবেক বিলাসিনঃ ॥ ইহনকস্যচিদেব মহামুনে ভবতিবাল্যমলং পরিতুষ্টয়ে ।। ৩১ । ইতি বশিষ্ঠে বাল্যজুঃসানাম একোনবিংশ: সৰ্গ ॥ ১৯ সকলভির্দোষ দশাভির্বিহতাশয়ং দৃষিড়ান্তঃকৰুণং অবিবেকলক্ষণস্য বিলাসিনে নিরঙ্কুশ বিহারশীলস্তচেদিতি নিপাতোপর্থে এবকারোভিন্নক্রমঃ কস্তাপিপরিতুষ্টয়ে সুখীয় অলং অত্যৰ্থং নৈবভবতীত্যৰ্থঃ ৷৷ ৩১ ৷৷ অস্যার্থঃ । ইতি বশিষ্ঠতাৎপর্যাপ্রকাশে বৈরাগ্যপ্রকরণে একোনবিংশঃ সৰ্গঃ । ১৯ ৷৷ হে মুনিবর বিশ্বামিত্ৰ ! সকল দোষে দুষিত বাল্যাবস্থা দ্বারা সৰ্ব্বদা অন্তঃকরণ দুষিত হয়, এই অবস্থা অবিবেকের আলয় এবং নিরঙ্কুশ বিহারী হয়, সুতরাং এই জগতের মধ্যে বাল্যকাল কাহারই অত্যন্তরূপ তুষ্টির কারণ হয়না । ৩১ ৷৷ তাৎপর্য —সকল দশা হইতে বাল দশায় চিত্ত অতি দুষিত থাকে, কেবল অবিবেক লক্ষণেই বিলাসী হয়, নিরঙ্কুশ বিহার শীল, অর্থাৎ পুৰ্ব্বাপর অম্বন্ধের অপেক্ষ না করিয়া চিত্তে উদয়মাত্রেই তাঁহাতে নিপুণ হয়, এবং সৰ্ব্বদাই বালকের অসন্তোষতা প্রযুক্ত মনের স্থিরতা থাকে না, সুতরাং কাহারই এ অবস্থা সুখকরী নহে। শ্লোকে এবহুপ্রকার প্রয়োগ জন্য অন্যাবস্থ হইতে ভিন্নক্রম দেখাইয়াছেন, তাহা উত্তর সর্গে ব্যক্ত হইবে ইতি ।। ৩১ ৷৷ o ইতি বাশিষ্ঠ তাৎপর্য প্রকাশে বালা জুগুপসা নানে একোনবিংশঃ সগঃ সমাপনঃ।। ১১ ৷৷ حس-00- ح-O)(۴ حسسه