পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবশিষ্ঠ ! x9©Ꮌ অনন্তর নিরুদ্বেগে উত্তীযৌবন ব্যক্তিকে ধন্যবাদ দিয়া যৌবনাবস্থাকে ভূমিরূপে বর্ণন করিয়া গ্রীরামচন্দ্র বিশ্বামিত্রকে কহিতেছেন, তদৰ্থে উক্ত হইয়াছে। যথা—(নানা রসময়ীতি ) ৷ - নানারসমরীচিত্র বৃত্তান্তনিচয়োভিতা । ভীমাযৌবন ভূর্যেনতীর্ণধীরঃ সউচুতে ॥ ৭। রসাঃ শৃঙ্গারাদয়ঃ কট্রাদয়ে বিষয়াভিলাষা দুস্তরজলানিচ প্রাচুর্যেময়ট রাগ লোভাদীনাং চৌরব্যাখ্রসর্পাদনাঞ্চ চিনৈরাশ্চর্যহেতুতিবৃত্তান্তনিচয়ৈরুভিত পুরিভাভূয়ে दनांद्रमांडूमिः ॥ १ ॥ e অস্যার্থঃ । হে মুনিবর গাধিনন্দন! এই যৌবনস্বরূপ अज्ञैडूमि অতি ভয়ঙ্করী, অথচ আশ্চর্য বৃত্তান্তসমূহে পরিপূর্ণ, এবং নানাবিধ রস সমন্বিত, অৰ্থাৎ গৃঙ্গারাদি নানারসমুক্ত, যে ব্যক্তি এই যৌবনভূমি উত্তীর্ণ হইতে পারেন, তিনিই এতজ্জগতে পণ্ডিতরূপে বিখ্যাত হন ৷ ৭ ৷৷ তাৎপর্য –যৌবনকাল সমূহ অনৰ্থজনক অতি ভয়ঙ্কর ইহাকে পার হওয়া অভি কঠিনতর ব্যাপার, যথা—( যৌবনং ধন সম্পত্তিং প্রভুত্বমবিবেকত। একৈকমপানর্থায় কিমুত্ৰ চতুষ্টয়ং) ইতি। যৌবন, ধনসম্পত্তি, আর আপনার স্বাধীনাবস্তু, এবং অবিবেকত, এই চারি অনর্থমূলক, চারির কথা কি? একেই সকলপ্রকার অনর্থ ঘটিয়া থাকে, অতএব যৌবনকালকে যে নিৰ্ব্বিঘ্নে উত্তীর্ণ হইয়াছে সেই ধীর ইতিভাবঃ ৷ ৭ ৷৷ ত্রীরামচন্দ্র বিশ্বামিত্রকে ীেবনাবস্থলম্বন্ধে আত্মহৃদয়স্থ গৃঢ়ভাব উদাস করিয়া কহিতেছেন। তদৰ্থে শ্লোক উক্ত হইয়াছে। যথা—(নিমেষতাসুরাকারমিতি) । নিমেষভামুরাকার মালোলঘনগর্ভুিতং। বিদ্যুৎপ্রকাশমশিবং যৌবনং মেনরোচতে ॥ ৮ | ঘনান বহলানির্গঞ্জিতানিরাভিমানোতেীবনানাং মেঘানাং গৰ্জিতানিচ শ্বিন অতএব বিদ্যুদিব প্রকাশমানং || ৮ ৷৷

• व्रजTiर्थः । হে প্রাজসত্তম মহর্ষে নিমেষকাল মাত্র উদ্দীপ্ত, বিয়াতের ন্যায় ক্ষণিক প্রকাশমান