পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HIR যোগবশিষ্ঠ। অতি চঞ্চল, ঘনগর্জনের ন্যায় ঘনগর্জিত, এমন অমঙ্গলস্বরূপ যৌবন আমার অমৃরাগের বিষয় নহে ॥ ৮। তাৎপর্য –নিমেষমাত্র উদ্দীপ্তপদে শাস্ত্রান্তরোক্ত—“ ীেবনঃ কুস্তমোপমমিতি” প্রস্ফুটিত পুপন্যায় এই যৌবন অর্থাৎ যৌবনের ক্ষণিক সৌন্দর্যমাত্র। বিদ্যুতের ন্যায় অচিরপ্রভ, অর্থাৎ চিরপ্রকাশিত নহে, ঘন মেঘগর্জনবৎ রসাভিমানোক্তিতে বাক্যবুহ উচ্চারিত হয়, সুতরাং এই যৌবনকাল পুরুষের অকল্যাণ কারণ, ইহাতে আমার অভিরুচি নাই ইতি ভাবঃ ॥৮। l এই যৌবনকাল অতি বিরস, তদৰ্থে রঘুনাথ কুশিকফুলপ্রদীপ বিশ্বামিত্রকে কহিতেছেন। যথা—(মধুরং স্বাদুভিক্তঞ্চেতি)। মধুরুং স্বাস্থতিক্তঞ্চদূষণং দোষভুষণং। স্বরাকলোলসদৃশং যৌবনং মেনরোচতে ॥ ৯। t ভোগকালে মধুরং অতএব স্বাছ হৃদাং তিক্তং পরিণামতঃ । দূষণং নিন্দাহেতু দোষাণাং ভূষণং অলঙ্কায়ায়মাণং সুরায়াঃ কল্লোলামদবিলাসা ॥৯ ॥ t- " , " অস্যার্থঃ । । হে মহর্ষে । এই যৌবনকাল ভোগকালে কিঞ্চিৎ'মধুর স্বাছ, একারণ অনেকেরই প্রিয় বোধ হয়, কিন্তু পরিণামে তিক্তনায় অতিশয় কটু অতি দুষণ অর্থাৎ নিন্দনীয়, সমস্তপ্রকার দোষ ইহার ভূষণস্বরূপ হয়, স্বরামত্তত ন্যায় মত্ততাজনক, ইহাকে বিনাশভুত জানিয়া আমার পরিগ্রহণে অভিলাষ হয় না। ৯। (অনার্থমুগম)। • অচিরস্থায়ি যৌবনের ক্ষণভঙ্গুরত্ব জনাইয়া ত্রীরামচন্দ্র বিশ্বামিত্ৰ ঋষিকে কহিতেছেন, তদৰ্থে এই শ্লোক উক্ত হইয়াছে। যথা--(অসত্যমিতি) । অসত্যং সত্যসংকাশ মচিরাদ্বিপ্ৰলন্তদং । , স্বপ্রাঙ্গনাসঙ্গসমং যৌবনং মেনরোচতে ।। ১০ । বিপ্ৰলম্ভদং বঞ্চনপ্রদং। ১• ॥ অস্যার্থঃ । হে কুশিকাঙ্কজ ! এই যৌবনকাল অসত্য হইয়াও ক্ষণকালনাত্র সত্যবং প্রতীয়মান, আশু বঞ্চক, স্বপ্নকালে স্ত্রীসঙ্গে যেরূপ স্থখবোধ হয় তাহার নায় অসারত্ব, সুতরাং এই যৌবনাৰস্থাকে জামি আদরপুৰ্ব্বক গ্রহণ করিতে ইচ্ছা করি না। ১• । অন্যার্থ সুগম ।