পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবশিষ্ঠ । ৩৭৩ প্রভঙ্গ, ইতি বিবেচনায় সুবিস্তীর্ণ বিশুদ্ধ বিবেকবুদ্ধিপণ্ডিতের স্ত্রী রূপকে নিন্দার বিষয় জুনিয়া হেয় করিয়া থাকেন, এমন কামিনীতে কি প্রয়োজন ? ভাল ৮ইতেই বা কি সুখ লাভ হইতে পারে? ৷৷ ৩ ৷৷ - তাৎপর্যা –স্ত্রীরূপাসক্ত হইলে নিয়তই নিপাতই হয়, এবং জনন মরণ রূপ শৃঙ্খলে অবিরত আবদ্ধ থাকিতে হয়, ইহা পুরাণান্তরেও কহিয়াছেন। যথা –(ভবকারাগৃহে ঘোরেনিগড়াগ্লাচ বৰ্দ্ধিনীতি) সংসাররূপ কারাগারে দৃঢ় শৃঙ্খলব্ধপ, গাঢ় বন্ধনকারিণী কামিনীতে কিছু মাত্র প্রয়োজন নাই, ইতিভাবঃ ৷ ৩ ৷৷ বাৰ্থ মুখাভিলাসে স্ত্রী রূপের পরিচর্য্য করা হয় তদৰ্থে কৌশল্যাতনয় গধিতনয় বিশ্বামিত্রকে কহিতেছেন। যথা –(বাসোবিলেপনৈরিতি ) ৷ বাসোবিলেপনৈর্যানি লালিতানি পুনঃ পুনঃ। নান্যঙ্গান্যঙ্গলুণ্ঠন্তি ক্ৰব্যাদাঃ সৰ্ব্বদেহিনাং ।। ৪। অঙ্গেতিকোমলাঙ্গেনলুণ্ঠন্তি উপয়ন্তিক্রবাদ মাং মশিনোগৃধগোমযুদয় ॥ ৪ ॥ অস্যার্থঃ । হে ঋষিবর বিশ্বামিত্ৰ ! বস্ত্রীলঙ্কারাদিভূষণে ভূষিত, ও শুভগন্ধাস্থলেপনদ্ধার পুনঃ পুনঃ সংস্কৃত করিয়া ললনাগণের যে কলেবরের রমণীয়ত্ব সম্পাদিত হয়, পরিণামে প্রমদাগণের সেই কলেবরকে মাংসভুক শৃগাল কুকুরগণে শ্মশানে ছিল ভিন্ন করিয়া ভূক্ষণ করে ॥ ৪ ॥ অস্থার্থ সুগম । অনন্তর কামিনী কুচকলসের পরিণামাবস্থ বর্ণন করিয়া বিশ্বামিত্রকে জগন্মিল লঘুনাথ কহিতেছেন। যথা –(মেরুশৃঙ্গ তটােল্লাসীতি) । মেরুশৃঙ্গতটোল্লালিগঙ্গাজলরয়োপমাং। দৃষ্টীযস্মিং স্তনেমুক্তাহারস্তোল্লাস শালিত ॥ ৫ । রয়ঃপ্রবাহ মুক্তাহারস্য উল্লাসশালিতাশোভাবশ্বিংস্তনে সএবললনস্তনইত্যুত্তরেণ नश्छं5 । (t !।