পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖԳեր যোগবশিষ্ঠ | তাৎপৰ্য্য।—য়াত্রিরূপে স্ত্রীরূপ বর্ণন করার অভিপ্রায় এই ষে, ঘোরান্ধকারস্বরূপ কৃষ্ণবর্ণ/বিগলিত কীভার, চঞ্চল নয়নদ্বয় নক্ষত্ররূপ, শর্করীনাথ উদিত হইলে যেমন রাত্ৰি শোভনীয়া হয়, সেইরূপ নারীবদন মনোহর কুমুদিনীকান্ত স্বরূপ, বিকশিত পুষ্প তুল্য হাস্যসংযুক্ত অর্থাৎ রাত্রিতে পুষ্প সকল প্রস্ফোটত হয়, তাহাতে যেমন রজনী আনন্দদায়িনী, ভদ্ধপ স্ত্রীমুখ মণ্ডলোম্ভত হাস্য পুরুষের আনন্দ প্রদায়ক হয়৷ ১৩ ৷৷ .. - শৃঙ্গারাদি ভাব পদে লীলা, হেল, হাব, ভাব, প্রকাশিনী চঞ্চল স্ত্রী, যাহারা পুরুষের অবশ্য কৰ্ত্তব্য ধৰ্ম্ম কৰ্ম্মাদির ব্যাঘাৎকারিণী, এবং বৈরাগ্যাদি বিনাশিনী, অতএব সুদীর্ঘ রজনীরূপা রমণী নিরর্থ পরমায়ুনাশিনী হয়। যথা –“ শতংজীবতিষদ্যল্লং নিদ্ৰতিস্তাদ্বহারিণীতি ” প্রমাণে রাত্ৰি জীবের নিদ্রাবশে অৰ্দ্ধেক পরমায়ুকে গ্রাস করে, কামিনীরাও স্বরতব্যাপার কেলিবশে জীবের পরমায়ুকে গ্রাস করিতেছে, সুতরাং এরূপ দীর্ঘ রজনীস্বরূপ রমণী গ্রহণে আমার অভিলাষ নাই ইতিভাবঃ।। ১৪ ৷৷ অনন্তর বিষলতাকাররূপে কামিনীরূপ বর্ণনাদ্ধার রঘুনাথ বিশ্বামিত্ৰকে শ্লোকদ্বয় কহিতেছেন। যথা—(পুষ্পাক্তিগমেত্যাদি ) । পুষ্পাভিগমমধুরা করপল্লবশালিনী । ভ্রমরাক্ষীবিলাসাঢ্য স্তনমস্তকধারিণী ।। ১৫ । নকেবলং পুরুষার্থবিঘাতিতা, অপিত্ত্বনৰ্থহেতুতাপত্যাহ। পুষ্পেতাদিনীন্ধাভাং। ভ্রমরাইব ভ্রমরাএববাঅক্ষিবিলাসীস্তৈরাঢ্যtএবং স্তনীবেবস্তনাবিব ॥ ১৫ । অস্যার্থঃ । হে মুনিপ্রবর পুষ্প সাধারণ কালে মতি মনোহরা,অতি মধুরা, করপলুৰ শূলিনী, মধুকর নয়ন, বিবধ বিশালাসিনী, স্তনরূপমস্তক ধারিণী, বিষলতিকা প্রায় কামিনী ।। ১৫ ৷৷ তাৎপর্যা –যাদ্ধপ বসন্তকালে বিষবল্লরী অর্থাৎ বিষলতা বন মধ্যে শোভা পায়, তক্রপ বিষলতিকাপ্রায় যুবতী ললনা এতৎ সংসারগহনে পরিশোভিতা, অর্থাৎ বসন্ত কালে লন্স যেমন মধুরাকৃতি সুচারুরূপা, কামিনীগণও তদ্রুপ মধুর, পুম্পিত লতা ষেনন ভ্রমরযুক্ত, যুবতীগণের নয়নযুগলও তাদৃশ ভ্রমর তুলা হয়, লতা যেমন শাখা পলুৰ মালিনী, প্রমদাগণও সেইরূপ করশাখা পলুৰ শালিনী, লতামস্তক গুচ্ছত্রপে পরিশোভিত, যুবতী জনের স্তনাস্ত্র ও লতামন্তক রূপে সুদৃশ্ব, অতএব বিষলতিকাকার বামনয়নারা কেবল পুরুষাৰ্থ ঘাতিনী এমত নহে, সৰ্ব্ব প্রকার অনর্থের কারণভূত জানিবেন । ১৫ ৷ ”