পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৪২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

838 যোগবশিষ্ঠ। তাহার রূপ, সেইরূপেই প্রকাশিত থাকিয়া সর্জন, পালন, বিধন করেন; ফল পুষ্পী দিকেও সময়ে সময়ে উদ্ভাবন করিয়া থাকেন, ਕ੍ਰੋ: এই সকলকেই কালপুরুষ আক্রমণ করিয়া রহিয়াছেন, অর্থাৎ সময়েই সকল, হয়। इडि कनबारी म७ शक्नु छांद8 || १ || b~ II কালকে জয় করিতে কেহই সমর্থ নহে, তদৰ্থে প্রদাশরথি গাধেয় বিশ্বামিত্রকে কহিতেছেন। যথা –(নির্দয় ইতি) । o - - নিৰ্দ্দয়ঃ কঠিনং কুরঃ কর্কশঃ কৃপণেtধমঃ। নতদস্তিযদদ্যাপিনকালোনিগিরত্যয়ং ।। ৯ । t øs \ পাষণবৎকঠিনঃ ব্যাভ্রাদিবৎক্ররঃ ক্রকচাদিবৎ কর্কশ'নগিরতিগ্রসতি ॥৯ ৷ অস্যার্থঃ । হে মুনিনাথ বিশ্বামিম! কি নির্দয়, কি কঠিন, কি কুর, কি কর্কশ, কি কুপণ, কি অধম এমন কাহাকে দেখিতে পাই না যে অদ্যাবধি কাল তাহাকে গ্রাস করেন না, কোন বস্তুও এমন নাই যে ভtহাক এই করালুকালু গ্রাল করিতে পারেন না ? ৷৷ ৯ ৷৷ তাৎপৰ্য্য –কিরাতবৎ নির্দয়, পাষাণবৎ কঠি, ব্যাভ্রাদির ন্যায় হিংস্র, ক্র কচাদিবৎ কর্কশ, কৃপণ, অধম ইত্যাদি সকলকেই এই কাল গ্রাস করেন, অর্থাৎ আব্রহ্ম স্তম্ব পর্যন্তসকলেই কালের কবলে আছে। ইতিভাবঃ ৷ ৯ ৷৷ অনন্তর কাল যতই গ্রাস করেন, ততই তাহার ক্ষুধার বৃদ্ধি হয় তদখে রঘুনাথ বিশ্বামিত্ৰকে কহিতেছেন। যথা –(কালাকবলেতি)। কালকেবলনৈকান্তমতি রক্তিগিরীনপি। জতস্তৈরপিলোকেীত্বৈনায়ং তুপ্তেমহাশন ॥ ১০ । কলনবিষয়ৈকান্তমতিনিখুঁতচিত্তঃ একং গিরমপরমত্তি গিরীনগীতিষ্পষ্টং। ১• ॥ অস্যার্থঃ । হে মহর্ষিবর ! এই মহাশন কাল, জগৎ গ্রাসে একান্ত মতি, অর্থাৎ এককে গ্রাস করিয়াছেন, অপরকে গ্রাস করিতেছেন, তদ্ভিন্ন অন্যকে গ্রাস করবেন বলিয়া অবলোকন করিয়া থাকেন, এরূপ জগৎ ভক্ষক মহাশন কাল গিরি দরী খেট খৰ্ব্বট নদ. নদী সাগর স্থার জঙ্গম প্রভূতিকে গ্রাস করিয়াও ত্বাহীর তৃপ্তি হয় না। ১• ।