পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৫২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবশিষ্ঠ । Q> う বিদ্বান, এ সংসারে মুখ ন হইতেছে? তাহাদিগেরই বা নাম কি? অর্থাৎ সক লেই মোহিত হইয়াহিয়াছে ॥২৬। অনন্তর এইসৃংসার ক্ষণ ক্ষণে রূপান্তর প্রাপ্ত হইয়া থাকে, তদুর্থে স্ত্রীরামকর্তৃক শ্লোকত্ৰয় উক্ত হইয়াছে। যথা –(তমঃ পঙ্কসমালব্ধমিত্যাদি)। তমঃ পঙ্কসুমালব্ধং ক্ষণমাকাশমণ্ডলং। ক্ষণং কনকনিষ্পন্দকোমলালোক সুন্দরং | আনয়তাস্থিতি মেবোদাহরণেন পঙ্কেন প্রপঞ্চয়তি | তমইত্যাদিত্রিভিঃ আকাশম গুলোদাহরণং দ্বষ্টান্তার্থঃ । তমোলক্ষণেন পঙ্কেন সর্ম্যগালন্ধং পৃষ্টং কনকস্যনিষ্পন্দো দ্রবইবরমোণ কোনলেন দুঃখস্পর্শেন চন্দ্রাদ্যালোকেন। ২৭ ৷৷ অস্যার্থঃ [. হে ঋষিবর નિમિત્ર !. নিৰ্ম্মল আকাশমণ্ডল যেমন তমঃশ্বরূপু পঙ্কে স্বক্ষিত হইয়া ক্ষণে মলিন প্রায় হয়, আর ক্ষণে উজ্জ্বল কনকদ্রবপ্রায় কোমল আলোকময় হইয়া লোকের নিকট সৌন্দর্ঘ্য প্রকাশ করে, এই সংসারও সেইরূপ হয়। ২৭। তাৎপৰ্য্য ।--নভোমণ্ডল যামিনীযোগে অন্ধকারময় হইয়াও পরে দিবাতে কনকগৌরাঙ্গবৎ উদ্দীপ্ত রবি করে আলোকময় হয়, কখন বা চন্দ্রেীদয়ে কোমল কিরণচ্ছটাতেও আনন্দরূপ আলোকবিশিষ্ট হয় ইতি ভাবঃ। ২৭ ৷৷ ক্ষণং জল্লদনীলাজ মালাবলিতকোটরং। ক্ষণমুভূড়ামররবং ক্ষণং মুকমিবস্থিতং।। ২৮। জলদাএবনীলাজমালাস্তাভিৰ্বেষ্টিভেম্বরং উছড়ামাররী। ২৮। অস্যার্থঃ । 'হে ঋষিরাতুবিশ্বামিত্ৰ ! এই আকাশমণ্ডলের মধাদেশ নীলোৎপলমাল সদৃশ নীলনীরদমণ্ডিত হইয়া ক্ষণে গর্তৗরগর্জন করিতে থাকে, জাবার ক্ষণমধ্যে মেঘাস্তরিতকালে সুনিৰ্ম্মল প্রকাশমান হইয়া মুকবৎ অবস্থিতি করে, অর্থাৎ এই সংসারও সেইরূপ কখন জনকোলাহল শব্দযুক্ত, কখন বা নিঃশব্দ রূপ হয় ইতিভাবঃ। ২৮।