পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৫৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

« tv যোগবশিষ্ঠ । রায়ণের বেদান্ত ন্যায় সিদ্ধ হয়, অর্থাৎ “ তত্ত্বপৰ্য্যপি বাদরায়ণঃ সন্তৰাদিতি , বেদান্ত ন্যায় সিদ্ধ, একারণ নোদির বিস্ময় বর্ণনা করেন। বিস্ময় পদে সকলেরি রোমঞ্চাদি বিশিষ্ট দেহ হইয়াছিল। ইতিভাবঃ ॥ ১। . অনন্তর রামবাক্য শ্রবণে সভাস্থ সত্যদিগের যে রূপ ভাবোদয় হইয়াছিল, তাহাও বিস্তার করিয়া মহর্ষি কহিতেছেন। যথা –(সৰ্ব্বেবভুবুরিনি )। সৰ্ব্বেবভূব স্তত্রস্থাবিস্ময়োৎ ফুল্ললোচনা, ভিন্নাম্বর দেহৱহৈগির শ্রোতুমিবোদ্ধরৈঃ। ২। উক্ত শিরঃশ্রোতুং উদ্ধরৈঃ-উৎসারিতজাড্যভারৈঃ উথিতৈরিভিযাবং, দুেহরুছৈরোমভির্ডেন্নাচ্ছিদ্রিতবস্ত্র ইবেতুrৎপ্রেক্ষা ৷৷ ২ ৷৷ অস্যার্থঃ হে ভূপতে ! ভগবান রামচন্দ্রের সুধাতুল বাক্য শ্রবণ সভাস্থ সকলে বিস্ময়োংকুঞ্জলোচন হইয়াছিলেন, ঐরামচন্দ্রোদিত তত্ত্ব কথা .প্রবণেচ্ছা জন্য পরিধিবস্ত্র ভেদ করিয়ী"সকলের লোমাবলি উত্থিত হইয়াছিল, অর্থাৎ সকলেই লোমাঞ্চিত কলেবর বিশিষ্ট অতিশয় চমৎকৃত হইয়াছিলেন ইতিষ্ঠাবঃ ή * Η বিরাগবাসনাপাস্তসমস্তভবুবাসনাঃ । মুহূৰ্ত্তমমৃতন্তোধে বাঁচীবিলুলিতাইব ॥ ৩। বিরাগবাসনয় অপাস্তাভবহেতুরাগদ্বেষাদিবাসনাযেষাং ॥৩ ৷ - o অসু্যাগঃ g | کسمبے হে রাজন। তৎকালে সকলের চিত্তেই বৈরাগ্যবাসনা উপস্থিত হওয়াতে সংসার বাসনা ত্যাগ করিয়া তথায় মুহূৰ্ত্ত কাল শত্ৰ যেন অমৃত, সাগরের তরঙ্গ মধ্যে মগ্ন হইয়া গিয়াছিলেন। ৩ ৷৷ তাৎপৰ্য্য —তৎকালে বৈরাগ্য বাসনা দ্বারা সংসার হেতু রাগদ্বেষাদি সকল ভাবের অস্ত হইয়াছিল, অর্থাৎ সে সময় কাহারই চিত্তে সংসার বিষয়ে ফোন বাসনা মাত্র ছিলনা ইতিভাব ৷৷ ৩ ৷৷ অনন্তর সৰ্ব্ব সাধারণের চিত্তের একাগ্রত বিষয়ের বিশেষ বর্ণনা করিয়া মহর্ষি বাল্মীকি রাজর্ষি অরিস্টনেমিকে কহিতেছেন। এখা।—(তাগিরইত্যাদি ) ।