পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ যোগবাশিষ্ঠ । হে ভরদ্বাজ । মদাশ্রম গত ব্ৰহ্মা কর্তৃক এ কি উক্ত হইল, অর্থাৎ ব্রহ্মা আমার আশ্রমে আগমন করিয়া অামাকে কি কথা কহিলেন । আমি তাহার বাক্যের অর্থাবগতি করিতে পারি নাই, অতএব তুমি আমাকে তদ্বাক্যের অর্থ বিস্তার করিয়! বল। আমি ভরদ্বাজকে এই কথা জিজ্ঞাসা করিব মাত্র ভরদ্বাজকর্তৃক পুনৰ্ব্বার खेऊ श्रेंट II १४ II - ... " - ভরদ্বাজউবাচ। এতদ্ভুক্তং ভগবতাতধারামায়ণং কুরু। সৰ্ব্বলোক হিতার্থীয় সংসারীর্ণবতারকং || ১৯ । যথাপুৰ্ব্বং কথোপীয়রামায়ণং কৃতং ভখামোক্ষেপায়রামায়ণমিতিশেষঃ ১৯ | + , অস্যার্থঃ । ভরদ্বাজ কহিতেছেন। হে ঋষে ! ভবদাশ্রমাগত হইয়া ভগবানু ব্ৰহ্মা আপনাকে এই কথা কহিলেন, ষে যেমন পূর্বে তুমি চিত্তশুদ্ধিজনক রামায়ণ রচনা করিয়াছ, ভদ্রপ সকলের হিতসাধন করিবার কারণ মোক্ষোপায় অর্থাৎ সংসারীর্ণব তারণ উত্তররামায়ণ গ্রন্থ রচনা করছ। ১৯ । মহঞ্চ ভগবন্ত্ৰহি কথং সংসারস্কেটে। রামোব্যবহৃতোহস্মিন ভরতশ্চমহামনাঃ। ২০ ॥ রামঃ কথং ব্যবহৃতেীব্যবহৃতবানকিমজ্ঞঃ শোকমোহাম্বিতইভরলোকবদুতজীবমুক্তবৎ ॥২০ ॥ - 1 - অস্থার্থঃ । হে ভগবমু ! আমিও আপনাকে জিজ্ঞাসা করিতেছি, অনুগ্রহ করিয়া অামাৰে কহেন, মহামতি শ্রীরামচন্দ্র ও ভরত এই সংসার সঙ্কটে অবতীর্ণ হইয়া কিরূপ ব্যবহার করিয়াছিলেন । ২• । অর্থাৎ স্ত্রীরামচন্দ্রও ভরত লক্ষণ শক্ৰয় ইহার সাক্ষাৎ পরমেশ্বর। বাসুদেবাখ্য আত্মারাম, সংকর্ষণtখ্য জীব লক্ষ্মণ, প্রত্যুম্নীখ্য মনে ভরত । অনিরুদ্ধাখ্য অহংকার শক্ৰয়। ইহারা আবার সংসার সঙ্কটে আপন্ন হইয়া কিরূপ ব্যবহার করিয়াছিলেন। অর্থাৎ ইহারা পরমেশ্বর হইয়া সামান্য জীববৎ রোগশোক ভ্রম মোহাদিতে অভৃিভূত হইয়া কালৰাপন করিয়াছিলেন ? না, জীবন্ম ক্তের ন্যায় সৰ্ব্ববন্ধরহিত হুইয়াছিলেন, তাহা কহিতে আজ্ঞ হয়। ২০ ৷৷ , -