পাতা:রঙ্গমল্লী.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏜᎲ• রঙ্গমল্লী দ্বিতীয় অন্ধ সাগর থেকে । অন্ধ স্থবির বরাবরই সাগর থেকে আসে ; সাগর আমাদের চতুর্দিক ঘিরে আছে ; অন্ত কোথাও থেকে তো আসবার জো নেই । প্রথম অন্ধ ও সাগরের ভাবনা ভেবে আর কাজ নেই। দ্বিতীয় অন্ধ না ভেবে চলে কই ? ঘনিয়ে আসছে যে ! প্রথম অন্ধ ও যে সাগরই—তা তুমি নিশ্চয় ক’রে বলতে পার না। দ্বিতীয় অন্ধ ঢেউয়ের শব্দ এত কাছে, যে, জলে হাত ডুবানো যাবে বলে মনে হচ্ছে ; আর এখানে থাকা নয় ; এক মুহূর্তে আমাদের ঘিরে ফেলতে পারে। অন্ধ স্থবির যাবে কোথায় বাপু ? দ্বিতীয় অন্ধ তা জানিনে! যে দিকে হ’ক ] ও জলের শব্দ আর শুনতে পাৰ্ব্ব না। চল । চল! তৃতীয় অন্ধ আমি আর এক রকম শব্দ পাচ্ছি, ওই ! ( দুরে শুষ্কপত্রের উপর দ্রুত পদধ্বনি শোনা গেল)