পাতা:রঙ্গমল্লী.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NS 8 রঙ্গমল্পী ( ছেলেটিকে পাগলির কোল হইতে কাড়িয়া লইয়া, যেদিকে পদশদের মত শব্দ শোনা যাইতেছিল সেইদিকে অগ্রসর হইতে লাগিল। অন্তান্ত স্ত্রীলোকের সোদ্বেগে তাহাকে ঘিরিয়া চলিল) আমি যাচ্ছি ! •••••••• অন্ধ স্থবির সাবধান ! অন্ধ তরুণী আঃ ! ভারি কঁদিতে লাগল ! কি ? কি ? কাদিস নে... ভয় কি ? কোনো ভয় নেই, এই যে আমরা ;.........কি দেখতে পাচ্ছিস্ ? ভয় নেই | কেঁদনা ! কি দেখতে পাচ্ছ ?......... বল, কি দেখতে পাচ্ছ ? অন্ধ স্থবির। পায়ের শব্দ এগিয়ে আসছে, ওই শোনো ! ওই ! অন্ধ স্থবির আমি ঝরা পাতার উপর যেন আঁচলের খস খস শব্দ পাচ্ছি। बर्छ अक স্ত্রীলোক নাকি ? অন্ধ স্থবির পায়ের শব্দ তো ? প্রথম অন্ধ হয় তো সাগরের ঢেউ...শুকুনে পাতার উপর পড়ে খড় খড় শব্দ কচ্ছে ।