পাতা:রঙ্গমল্লী.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দৃষ্ট্রিহার 3X: অন্ধ তরুণী না, না ! পায়ের শব্দই ! পায়ের শব্দই ! অন্ধ স্থবির। এখনি জানা যাবে ; কান পেতে থাক । কান পেতে থাক । অন্ধ তরুণী শুনছি, শুনছি,...খুব কাছে বোধ হচ্ছে ; পাশে বলেই হয় । ওই ! ওই ......... কি দেখছিস-•••••••• কি দেখতে পাচ্ছিস্ ? অন্ধ স্থবিরা কোন দিকে তাকাচ্ছে ? অন্ধ তরুণী যেদিক থেকে পায়ের শব্দ শুনছি ; সেইদিকটাতেই কেবল ঘাড় ফেরাচ্ছে! কেবল ঘাড় ফেবাচ্ছে! দেখ ! দেখ । আমি ওর মুখখানা অন্ত দিকে ফিরিয়ে দিলাম, ও আবার দেখবার জন্তে তখনি মাথা ঘুরিয়ে নিলে ! ও দেখতে পায় । দেখতে পায় । নিশ্চয় একটা নতুন কি দেখেছে ! অন্ধ স্থলির উচু ক’রে ধর, আমাদের চেয়ে উচু ক’রে ধর, ভাল ক’রে দেখুক । অন্ধ তরুণা সরে যাও । সরে যাও । ( ছেলেটিকে অন্ধদের মাথার উপর যথাসাধ্য উচ্চে ধরিল ) পায়ের শব্দ...আমাদেরই মাঝখানটাতে এসে...মিলিয়ে গেল !...... অন্ধ স্থবির এই ৰে । এই যে ! এই আমাদের মাঝখানে।