পাতা:রঙ্গমল্লী.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ ब्रछामध्नी কর্তা বলি, শোন ; কথাটা হচ্ছে এই, যে, তোকে আমার বদলে কম্বল মুড়ি দিয়ে বসে থাকৃতে হবে,—আমি ফিরে আসা পর্য্যন্ত ; বুঝিচিস তো ? যদিও তোর মাঠাকুরুণকে এ ঘরে ঢুকতে বারণ করিছি, তবু, কি জানি ? যদিই ঢোকে,—সাবধানের মার নেই—কি বলিস্ ? ভূত্য আজ্ঞে, তার আর কি ? কম্বল মুড়ি দেওয়াটা আর বেশী কথা কি ? তবে, যদি ঠাকুরুণের কাছে ধরা পড়ি, তো পরাণটা যাবে, তাই বলছিলাম কি— কর্তা বলছিলুম টলছিলুম নয়। এ তোকে কর্তেই হবে ; প্রাণ যাবে কি ? আমি থাকৃতে প্রাণ যাবে কি রকম ? আমি যখন রইছি তখন তোর ভয় কি ? ভূত্যু তা’ আপুনি যখন বল্ছ তখন ভয় নেই।—তা”—তা”—এবারটা আমায় মাপ কর । কর্তা না, না, সে হবে না ; এ তোকে কর্তেই হবে ; আমি যখন বলছি তখন তোর মাথার একগাছ চুল ছোয় কার সাধ্য। झुङ] মাফ করুন, কর্তা মাফ করুন।