পাতা:রঙ্গমল্লী.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖՀԵ ब्रछाभल्ली কর্তা এমনি ক’রে ব’স–এই ৷ ভূত্য অজ্ঞে পায়ে হাত দিয়েনি। কর্তা দেখ , এই কম্বলটা এইবার বেশ করে মুড়ি দিয়ে নে। একটু কষ্ট হ’বে—তা আব কি করবি বল। ভূত্য যে আজ্ঞে । কর্তা এই—এই। কিন্তু খবরদার ! তোর মাঠাকুরুণ যদি কম্বল খুলতে বলে—খবরদার খুলিস নে—বুঝিচিস তো ? ভূত্য সে আমাকে শিখুতে হবে নেই। আপুনি ভয় করবেন নাই। কর্তা আমি শীগগিরই ফিরব, বেশী দেরী হবে না। छूउT দয়া ক’রে একটুকু শীগগিরি এস যেন হুজুর। কর্তা যাক, বাচা গেল, এইবার বেরিয়ে পড়া যাক , ওহান হয় তো আমার বিলম্ব দেখে এতক্ষণ অস্থির হয়ে উঠেছে। ( প্রস্থান)