পাতা:রঙ্গমল্লী.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিদিধ্যাসন }శిసె ( জানালায় গৃহিণীর প্রবেশ ) গৃহিণী উই, অামাব কিন্তু সন্দেহ হচ্ছে, আমায় অতবার ক’রে এ ঘরে আসতে মান করলে কেন ? ধ্যান ভঙ্গ হ’বে ?...তা একবার বারণ করলেই তো হ’ত --উকি ঝুঁকি দিয়ে দেখ তেও মান করলে,...আমার ভারি সন্দেহ হচ্ছে ( দরজার কাছে আসিয়া উকি দিয়া ) এ কি ? নাঃ, ভারি কষ্টের ব্রত, একেবারে আগাগোড়া মুড়ি ! আমি হ’লে হাফিয়ে মরতুম। (অগ্রসর হইয়া) ওগো দেখ, দেখ, তুমি আমায় আসতে বারণ করেছিলে,—কিন্তু আমি থাকৃতে পারলুম না ; কম্বলের ভিতর কষ্ট হ’চ্ছে ? অঁ্যা ? কষ্ট হচ্ছে ? একবার একটু চ খেয়ে নিলে হ’ত না ?...হুঁ্যা গা! একটু চা ? নিয়ে আসব ? ( কম্বলের ভিতর হইতে অসন্মতিস্থচক শিরশচালন ) বুঝিচি, বুঝিচি, তুমি রাগ ক’রেছ—রাগ করবারই কথা ; তুমি অত ক’রে বারণ করলে তবু এসিচি, আমাৰ ঘাট হয়েছে, তুমি আমায় এবাবের মতন মাফ কর ; আমার কথা রাখ, ওই কম্বলটা একটু ফাক কবে দাও, মুখে মাথায় হাওয়া লাগুকু—তোমার কষ্ট হ’চ্ছে ( পুনৰ্ব্বার কম্বলের ভিতর হইতে অসম্মতিসূচক শিল্পশ্চালন ) না, না । “না” বল্পে হ’বে না ; তোমার মুড়ি দেওয়া দেখে আমার হাফ ধরছে ও তোমায় খুলতেই হ’বে ; শুন্‌ছ ? ওগো ! হাফ ধরবে, খুলে ফেল ; খোলে খোলে ( কম্বল ধরিয়া টানাটানি করিতে করিতে ভূত্য বাহির হইয়া পড়িল) এ কি ! তুই ! তুই হতভাগা ! তোর বাবু কোথায় গেল ? বল। বল বলবি নে ? বলবি নে ? 2