পাতা:রঙ্গমল্লী.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিদিধ্যাসন SO) সব কথা খুলে না বলতিস্। এবারের মতন মাফ করলুম। এখন ওঠ ! ভূত্য আঞ্জে, আপুনি হলেন মুনিব আপনার কাছে তঞ্চক ? গৃহিণী আচ্ছ, আচ্ছ, এখন বল—ঠিক করে বল, এ কালের ভিতর তুই কেন বসেছিলি ? झुड] আজ্ঞে বাবুর হুকুম, আমায় বাবু বলে “তুই এমনি ক’বে আসন পীড়ি হয়ে কম্বল মুড়ি দিয়ে বসে থাকৃ” আমি গোড়ায় রাজী হই নেই, শেষে বাবু ভয় দেখাতে নিম্রাজী গোছ হ’য়ে— থাকৃতে হ’ল। গৃহিণী তা তোর আর দোষ কি ? দেখু, এখন তোকে আমার একটি কাজ করতে হবে ; কেমন পারবি তো ? ভূত্য তা আর পারব নেই ? গৃহিণী তবে নে, এই কম্বলটা নিয়ে আমার আপাদমস্তক ঢেকে দে ; তোর বাবু যেমন ক’বে তোকে ঢেকে দিয়েছিল ঠিক তেমূনি ; বুলি তো ? ङ्ङा আজ্ঞে আপুনি মা-বাপ, তোমার কথা কি আমিঠেলতে পারি ?