পাতা:রঙ্গমল্লী.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ\9&9 ब्रछामध्नो আমার সাম্নে হাজির। সে আমাকে হাত ধ’রে খাতির ক’রে বাড়ীৰ ভিতর নিয়ে গেল ; আর বাবে বারে বলতে লাগল “আমরা পাড়াগেয়ে লোক, সহরে লোকের আদব-কায়দা জানিনে, মাপ করবেন।” তার পর সে তোর কথা জিগ গেস্ করলে, বলে “তোমার সেই চাকর ছোকরাটিকে নিয়ে এলে না কেন ? আমি তখন নিদিধ্যাসনের কথা খুলে বল্লুম,—তোকে যে বকলম! দিয়ে এসেছি তাও বল্লুম, শুনে খুব হাসতে লাগল। তার পর আবার ওহান তোর জন্তে দুঃখ করতে লাগল, বললে, “আহা । বেচারা আমাদের জন্তে কম্বল মুড়ি দিয়ে এতক্ষণ না জানি কত কষ্টই ভোগ করছে ; ছোকরা তোমার ভারি বাধ্য ; তার যাতে ভাল হয় সেদিকে কিন্তু তুমি দৃষ্টি রেখ। ওর এই সব কথাবার্তা শুনে আমি তো একেবারে মুগ্ধ হ’য়ে গেলুম, ভাবতে লাগলুম, ওহান সানের হৃদয় কী মধুর। সামান্ত একজন চাকরের দুঃখে সে দুঃখিত ; আর আমার খ্যাকশেয়ালিরূপিণী গৃহিণী ?—কেবল খ্যাক্ খ্যাক্ করতেই আছেন ! ( কম্বলের ভিতর বিষম চঞ্চলত ) তার পর বুঝলি, দু’জনে মিলে দস্তুর মত জল যোগ ক’রে একটু বিশ্রাম করা গেল, কত গল্প গুজব হ’ল, কত হাসি, কত আমোদ । হঠাৎ মঠে মন্দিরে মধ্য রাত্রির ঘণ্টা বেজে উঠল, আমিও বিদায় নেবার জন্তে প্রস্তুত হলুম। ওহানা কি আমায় ছাড়তে চায় ? শেষে অনেক মিনতি ক’রে বলায়, সে কবিতায় বলে উঠল— ভেবেছিন্তু হার কত কি তোমায় বলিব আমি, স্বপনে জানিনি এত জল্পেতে ফুল্লাবে যামী ;