পাতা:রঙ্গমল্লী.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 व्रछमल्ली স্বর্গের তোরণ দিয়া, আননো রোমাঞ্চ সারা দেহে । আর্য্যধন আজিকার দিনে আয়ুষ্মতী দূর কর হর্ভাবনা তুমি । আয়ুষ্মতী নিরাপদে—ফিরে যদি— (মন্দির-সোপানে গিয়া করজোড়ে ) দেবি ! দেবি । শক্তিরূপ দেবি ! নমি তোরে ভক্তি ভরে ; লিচ্ছবির যুদ্ধ হতে নিরাপদে ফিরাও পিতারে। হেথা মোরা দু’টি প্রাণী ভাসি আজ যে আনন্দ-স্রোতে সে স্রোত বারেক আসে মানবের মর্ত্য এ জীবনে । আমাদের দু’জনের কালি শুভ বিবাহের দিন আকস্মিক দুর্ঘটনা যেন দেবি ! বিম্ব না ঘটায় ; সহসা না দেয় ভেঙে ভঙ্গুর এ মুখের স্বপন আমাদের । যাই ঘরে, ভিক্ষা মোর জানায়ে তোমায়। বিজয়ী পিতার মম প্রত্যাবর্তনের প্রতীক্ষায় রব বসি উৎকর্ণ উদগ্রীব। তারপর তুর্য্যধ্বনি নৈশ নিস্তব্ধতা বিধি জয়বাৰ্ত্ত জানাবে যখন আমিও সবার সাথে বাছিরিব পিতারে ভেটিতে পিতৃ-গৰ্ব্বে গরবিণী, বিজয়িনী জয়ের গৌরবে। প্রিয়তম আসি তবে, বাই গৃহে আজিকার মত।