পাতা:রঙ্গমল্লী.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|రిచి রঙ্গমল্পী আমি সর্দার, হুকুমে আমার শিঙা বাকাইয়া ধরি’ লাখ লোক ছোটে যুদ্ধ করিতে মরণ তুচ্ছ করি’। আমি হুণ বংশের হান্‌চন্‌ খাঁ ; এই বেলে মাটির মুলুকের প্রাচীন বাসিন্দা ; উত্তব-খণ্ডের আমি একলা মালিক। শীকার আমাদের ব্যবসা, যুদ্ধ আমাদের নিত্যকৰ্ম্ম । চীনসম্রাট উল্কং আমাদের কাছে পরাজয় স্বীকার করেছিল ; উইকং আমাদের ভয়ে সন্ধির প্রার্থী হয়েছিল। চীনে হণে শেষবার যে যুদ্ধটা হ’য়ে গেছে সেই যুদ্ধে হার মেনে চীনসম্রাট আমাৰ পুৰ্ব্বপুরুষকে কস্তাদান ক’রে বিবাদ মিটিয়েছিল। এমন কতবাব হ’য়েছে। সম্প্রতি গৃহবিবাদে আমাদের কিছু কাবু হ’তে হয়েছিল ; যা’ হোক শেষে সকলে আমাকেই সর্দার বলে মেনে নিয়েছে। আমার হাতে এখন লাথো লোক । এবার রাজবংশের সঙ্গে পরিণয়-স্বত্রে আবদ্ধ হবার ইচ্ছায় দক্ষিণে আসা গেছে । সম্রাটের কাছে কষ্ট গ্রার্থনা ক’বে কাল এক দুত পাঠিইচি। বলতে পারিনে তিনি আমাদের প্রাচীন দাবী রাখবেন কি না । আমার লোকেরা সব শকারে বেরিয়েচে । কিছু জুটে গেলেই মঙ্গল ; আমরা তাতারের লোক,—ক্ষেত ও নেই, খামার ও নেই ; যা করে তীর ধনুক । ( প্রস্থান) ( মৌংসুর প্রবেশ ) মৌংস্ক কলিজা শিকারী বাজের মতন চীলের মতন চক্ষু যার,—