পাতা:রঙ্গমল্লী.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক প্রথম দৃশ্য cबोश्र সোনাদান যেটা হাতে এসে পড়ে নিজের ঘরেই ভরি, পাতকের স্রোত বহাই রাজ্যে আইন আমি না ডরি। শাস্ত্রে বলেচে সঞ্চয়ী নাবলীদতি’, টাকা কোনো রকমে একবার হাতে এসে পড়লে আর তারে হাতছাড়া করতে আছে —মরে গেলে লোকে নিন্দ করবে ? ইতিহাসে মন্দ বলবে?—তার ভয় আমি রাখিনে। রাজার হুকুম মত, বাছ বাছা নিরানব্বইটি সুন্দরী, রাজ্য খুঁজে আবিষ্কার করা গেছে । যারই কন্যাকে রাজার জন্তে নিৰ্ব্বাচন ক’রে সম্মানিত করেছি সেই আমাকে সাধ্যমত অর্থ দিয়ে খুশী করেছে। এই সুযোগে যে ধন সমাগম হ’য়েছে—তা নেহাৎ মন্দ নয়। কিন্তু এই পাড়াগেয়ে চাষাটার কাছ থেকে কিছুই বা’র করতে পারা গেল না! মেয়ে সুন্দরী --আরে তাতে কি ? চীন সাম্রাজ্যে ওর জোড়া নেই! বলি, তা’ বল্পে তো আর আমার পেট ভাবে না। আমায় এক শ ভরি সোনা দাও,—সম্রাটের কাছে যেমন ক’বে রূপবর্ণনা করতে হয় তা করচি। গরীব ? দিতে পারবে না ? নিজেই মেয়েকে নিয়ে রাজবাদীতে হাজির হবে ? যাও, গিয়ে একবার দেখ। আমিও বিনা মতলবে পথ