পাতা:রঙ্গমল্লী.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b.” ब्रक्रमईैौ স্থির ক’রে ফেলা হোক,—যাতে তাতার সৈন্তের তর্জনও নিরস্ত হয়, শাওকীন দেবীকেও না বৰ্ব্বরের হাতে সাপে দিতে হয় । —ভেবে দেখুন, ভেবে দেখুন।–হ’ল না ? পারলেন না ?— আমি সহজেই লোকের প্রার্থন পূর্ণ ক’রে এসেচি, নিতান্ত প্রয়োজন না হ’লে কারো প্রতি কথনো কঠোর ব্যাভার করিনি, —তার ফলে সকলেই কি আমার ইচ্ছার বিরোধী হ’য়ে উঠ ল ?—যখন আমাব পিতামহী সম্রাঙ্গী লুহাও বেঁচেছিলেন, র্তার ইচ্ছার বিরুদ্ধে কথা কইতে পারে এমন দুঃসাহসী একজনও ছিল না ; তার মুখের কথাই ছিল আইন।–ভবিষ্যতে দেখছি সাম্রাজ্যের ভাব এতগুলো পুরুষ মামুষের হাতে না রেখে একজন মাত্র স্ত্রীলোকের হাতে রাখলেই সংস্ত সুশৃঙ্খল হয়ে উঠবে। শাওকীন মহারাজের মেহেব প্রতিদান নেই ; তার অনুগ্রহের প্রতিদান —তাও নেই। তবে তার জঙ্গলেব জন্তে, তার প্রজাদের কল্যাণের জন্তে দাসী মৃত্যুমুখে যেতেও প্রস্তুত। কিন্তু—এই অনুরাগ—এ আমি কেমন ক’রে ভুলব ! রাজা । তোমায় কি বলব ? আমিই যে ভুলতে পারব তা জোর ক'রে বলতে পারিনে। প্রধান মহারাজ ! অধীনের নিবেদন, পৈতৃক রাজ্য যাতে পরহস্তে না গিয়ে, পুত্র পৌত্রের ভোগে আসে সেই পন্থাই অবলম্বনীয়। দেবীকে অবিলম্বে তাতার শিবিরে পাঠিয়ে দেবার আয়োজন कङ्गं श्रृङि ।