পাতা:রঙ্গমল্লী.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক প্রথম দৃশ্য পাহিলং সেতু ( শাওকীন, দূত ও অনুচরগণ ) শাওকীন (স্বগত: ) ওঁ ! এই আমি,—মহারাজের কাছে মান পেয়েছিলুম, মর্য্যাদা পেয়েছিলুম, অনুগ্রহ পেয়েছিলুম, স্নেহ পেয়েছিলুম। —তাতাব সর্দার লিখেচে, আমায় না পাঠালে রাজ্য ছারখার করবে ; কি সৰ্ব্বনাশের কথা ! একজনের জন্তে রাজ্যের লোককে খুনজখম করবে –এই সব বৰ্ব্বর—এদের কাছে আমায় যেতে হবে—এদের সঙ্গে থাকতে হবে,- এদের খুলী করতে হবে । শুনেছি, এরা যে দেশের লোক সে দেশ ভারি ঠাণ্ডা, বরফ পড়ে ; কেমন ক’রে সে দেশে থাকব । ভগবান ! যাকে রূপ দিয়েছ তার কপালে মুখশাস্তি লিখতে একেবারে ভুলে গেছ –কি করব ?— নিরুপায়, নিরুপায়। (সম্রাট ও অমাত্যগণের প্রবেশ ) সম্রাট বিদায় নেবার সময় এসেচে—এই আমাদের শেষ দেখা । (অমাত্যদের প্রতি ) পারলে না ? শাওকীনকে বৰ্ব্বরের হাত