পাতা:রঙ্গমল্লী.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や8 রঙ্গমল্পী পড়িয়াছে। অনেকেই হাটুর উপর কনুই রাখিয়া মাথায় হাত দিয়া বসিয়া আছে। অরণ্যভূমির অবিশ্রাম নানা বিচিত্র অন্মুট শব্দের মাঝখানে থাকিয়াও ইহারা আর বিহবল হইয় উঠে না। গগনস্পর্শী বনস্পতিদের ভূতলস্পর্শী পল্লব-ভূয়িষ্ট শুামায়মান শাখাগুলি অনাথ অন্ধদিগকে ছায়াদান করিতেছে। মোহান্তের অদূরে কয়েকটি মুম্ষু রজনীগন্ধার শীর্ণ মুকুল ফুরিত হইয়া উঠিয়াছে। বন পল্লবের ঘনঘটা স্থানে স্থানে জ্যোৎস্নাবিদ্ধ হইলেও অন্ধপুরী অসাধারণ অন্ধকারে সমাচ্ছন্ন । ] প্রথম অন্ধ কই ? এখনো এলেন না ? দ্বিতীয় অন্ধ তুমি আমার ঘুমটা মাটি করে দিলে! প্রথম অন্ধ আমিও এতক্ষণ ধুমিয়েই ছিলাম। তৃতীয় অন্ধ আমিও ঘুমিয়ে ছিলাম। প্রথম অন্ধ এখনো আসছেন না ? দ্বিতীয় অন্ধ কই ? কোনো দিকে তো কারো পায়ের শব্দ পাইনি। তৃতীয় অন্ধ আমাদের আশ্রমে ফিরবারও বোধ হয় সময় হ’ল্পে এল ।